এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আজ বিজেপির গড়ে ঘাসফুলের ঝড় তুলতে বড়সড় পদক্ষেপের পথে খোদ তৃণমূল নেত্রী, ঝাঁপাচ্ছে নেতারাও

আজ বিজেপির গড়ে ঘাসফুলের ঝড় তুলতে বড়সড় পদক্ষেপের পথে খোদ তৃণমূল নেত্রী, ঝাঁপাচ্ছে নেতারাও


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের তৃণমূলের ফলাফল খুব একটা ভাল হয়নি। কিন্তু সামনেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর মত হেভিওয়েট নেতা গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। তাই এই পরিস্থিতিতে ময়দানে নেমে নিজেদের দিকে জনসমর্থন আনতে রীতিমত কাজ শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মেদিনীপুর থেকে শুরু করে উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় জেলা সফর করতে শুরু করেছেন তিনি। যেখানে সংগঠনকে চাঙ্গা করার পাশাপাশি সভা-সমিতি করতে দেখা যাচ্ছে তৃণমূল নেত্রীকে।

এবার বিজেপি প্রভাবিত পুরুলিয়া জেলায় মঙ্গলবার সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আজ পুরুলিয়ার হুটমুড়া ময়দানে সভা করবেন তৃনমূল নেত্রী। যেখানে প্রায় 2 লক্ষ মানুষের জমায়েত করার টার্গেট নিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভাকে কেন্দ্র করে এখন রীতিমত জেলার রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তৎপরতা।

অনেকে বলেছেন, প্রায় এক বছর পর পুরুলিয়ায় আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত নির্বাচনের দিকে তাকিয়েই যে তার এই সফর, তা বলার অপেক্ষা রাখে না। একদিকে তিনি যেমন জেলায় এসে কর্মী-সমর্থকদের চাঙ্গা করবেন, ঠিক তেমনই মানুষের পাশে তার সরকার যে রয়েছে, তার বার্তা দেওয়ারও চেষ্টা করবেন তৃণমূল নেত্রী। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সভা করবেন সেই এলাকা পরিদর্শন করেছেন জেলা তৃণমূলের নেতৃত্বরা। ব্যাপক জনসমাগম করে বিজেপি প্রভাবিত এই এলাকায় আগামী বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার মধ্যে দিয়ে তৃণমূল আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আর তার কারণে মুখ্যমন্ত্রীর সফরের আগে গোটা এলাকা জুড়ে ফেস্টুন, পতাকা সহ বড় বড় কাট আউট লাগানো হয়েছে। শুধু তাই নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকদের সভাস্থলে পৌঁছতে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। জানা গেছে, আর কিছুক্ষণ পরেই অর্থাৎ দুপুর একটার সময় এই সভাস্থলে এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে মুখ্যমন্ত্রীর জন্য একটি মূল মঞ্চের পাশাপাশি একটি ছোট মঞ্চ করা হয়েছে। যেখানে অন্যান্য নেতা-নেত্রীরা থাকবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে পুরুলিয়া জেলা তৃণমূলের কো অর্ডিনেটর সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রীর জনসভায় দুই লক্ষের বেশি মানুষ উপস্থিত থাকবেন। সভার জন্য দলের পক্ষ থেকে প্রায় 280 টি বাস বুকিং করা হয়েছে। পুরুলিয়া ছাড়াও বাঁকুড়া এবং আসানসোল থেকে বাস ভাড়া করা হয়েছে। এছাড়াও ছোট গাড়ি ভাড়া করা হয়েছে এক হাজারের বেশি। পুরুলিয়া শহর থেকে 700 টোটো ভাড়া করা হয়েছে। ওই টোটো গুলিতে শহরের কর্মীসমর্থকরা একসঙ্গে সভাস্থলে আসবেন। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাইক মিছিল করে আসবেন কর্মী সমর্থকরা।”

বিশ্লেষকরা বলছেন, গত লোকসভা নির্বাচনে পুরুলিয়া জেলায় তৃণমূলের যে পরাজয় ঘটেছিল, তা কোনোমতেই মেনে নিতে পারছেন না জেলার নেতাকর্মীরা। আর সেই কারণেই বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভার মধ্যে দিয়ে ঘুরে দাঁড়াতে চাইছেন জেলা তৃণমূল নেতৃত্ব। স্বাভাবিকভাবেই বিজেপিকে মোকাবিলা করতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভায় ব্যাপক জমায়েত করে গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ জানানো যে তৃণমূলের কাছে একমাত্র প্রধান লক্ষ্য, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা কতটা জমকালো হয় এবং তাতে বিজেপি আদৌ চাপে পড়ে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!