এখন পড়ছেন
হোম > রাজনীতি > পঞ্চায়েতে নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, আদালতের নির্দেশে বড়সড় জয় বিরোধীদের!

পঞ্চায়েতে নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, আদালতের নির্দেশে বড়সড় জয় বিরোধীদের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা হলেও অশান্তি নিয়ে প্রথম থেকেই সরব হয়েছে বিরোধীরা। সেক্ষেত্রে রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনী দিয়েই এই ভোট করানোর দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি এবং কংগ্রেস। তবে অবশেষে আদালতে দীর্ঘ শুনানির পর এই ব্যাপারে রায়দানে বড়সড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যেখানে স্পর্শকাতর হিসেবে সাতটি জেলাকে চিহ্নিত করে সেখানে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। যার ফলে বিরোধীরা কিছুটা হলেও উজ্জীবিত।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলার রায়দান করে কলকাতা হাইকোর্ট। যেখানে বিচারপতিদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, মনোনয়ন পেশের সময়সীমা বৃদ্ধি পাবে কিনা, তা সম্পূর্ণরূপে নির্ভর করবে কমিশনের ওপর। তবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বড় নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের পক্ষ থেকে জানানো হয়, অবিলম্বে রাজ্যের স্পর্শকাতর সাতটি জেলাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। এছাড়াও যে সমস্ত জেলায় পুলিশের পাশাপাশি স্পর্শকাতর এলাকা হিসেবে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, সেখানেও যাতে সেই বাহিনী দেওয়া হয়, তার জন্য কমিশনকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

পর্যবেক্ষকদের মতে, বিরোধীরা চাইছে যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয় এবং মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এক্ষেত্রে রাজ্য পুলিশের ওপর কোনমতেই ভরসা নেই বিরোধী দলগুলোর। এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার ব্যাপারে আদালতের নির্দেশ বিরোধীদের হালে পানি জোগাবে বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!