এখন পড়ছেন
হোম > রাজনীতি > নিরাপদে দায়িত্ব পালন করবেন ভোট কর্মীরা, সুরক্ষা দিতে কমিশনকে কড়া নির্দেশ হাইকোর্টের!

নিরাপদে দায়িত্ব পালন করবেন ভোট কর্মীরা, সুরক্ষা দিতে কমিশনকে কড়া নির্দেশ হাইকোর্টের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই একাধিক বিষয় নিয়ে আদালতে দায়ের হয়েছিল মামলা। অবশেষে সেই মামলার পরিপ্রেক্ষিতে  মঙ্গলবার রায়দান করলো আদালত। যেখানে মনোনয়ন পেশের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ওপরেই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ছাড় দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে ভোট কর্মীদের সুরক্ষা সংক্রান্ত যে বিষয়টি রয়েছে, তা নিশ্চিত করতে কমিশনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।

প্রসঙ্গত, এদিন কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলার রায়দান করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য, ভোট কর্মীদের সুরক্ষা। কেননা নির্বাচনের সময় সরকারি কর্মীরা ভোট করাতে গিয়ে অনেক সময় হেনস্থার শিকার হন। এমনকি তাদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে যায়। তাই নিরাপত্তা সুনিশ্চিত না হলে তারা ভোট করতে যাবেন না, এমনটা জানিয়ে দিয়েছিলেন অনেক সরকারি কর্মীরা। তবে এবার রায়দান করতে গিয়ে এই ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যেখানে আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ভোট কর্মীদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকেই।

বিশেষজ্ঞদের মতে, আদালতের এই নির্দেশের ফলে কিছুটা হলো আশ্বস্ত হলেও সরকারি কর্মীরা। কেননা তারা ভোট করাতে গিয়ে অনেক সময় হুমকি, হুঁশিয়ারির শিকার হন। অনেকে আবার হেনস্থারও সম্মুখীন হন। তাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই সরকারি কর্মচারীদের একাংশ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে এবার সেই নিরাপত্তার বিষয়টিতে অগ্রাধিকার দিয়ে তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!