এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শিল্পমহলে খুশির খবর! অনুমোদন পেল মুখ্যমন্ত্রীর নতুন পরিকল্পনা বায়োফুয়েল পলিসি !

শিল্পমহলে খুশির খবর! অনুমোদন পেল মুখ্যমন্ত্রীর নতুন পরিকল্পনা বায়োফুয়েল পলিসি !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  রাজ্যের শিল্পকে ত্বরান্বিত করার জন্য ঘোষণা করেছিলেন গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বায়ো ফুয়েল পলিসি আর এই ঘোষণার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই মন্ত্রিসভায় অনুমোদন পেল মমতার বায়োফুয়েলের নীতিগত  অনুমোদন ।  প্রসঙ্গত রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন কেবিনেটের বৈঠকে নীতিগতভাবে অনুমোদন পেয়েছে বায়োফুয়েল পলিসি আর ডেটা সেন্টার পলিসি যার ফলে আগামী দিনে শিল্পের উন্নতি হবে বলে আশাবাদী তিনি সেই সাথে  বাড়বে রাজ্যের কর্মসংস্থান । কৃষি সেক্ষেত্রেও ঘটবে উন্নতি কারণ এই বায়োফুয়েল এর কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে ভাঙ্গা চাল দিয়ে ।

আর আগামী পনেরোই সেপ্টেম্বর ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের প্রথম বৈঠক হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । প্রসঙ্গত উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার পানাগর থেকে বলেছিলেন ইথানল হলো পরিবেশ বান্ধব পেট্রোল-ডিজেলের বিকল্প হিসাবে কাজ করবে আর এটা তৈরি হবে ভাঙা চাল দিয়ে , যারফলে চাষিদের থেকে চাল কিনবে রাজ্য সরকার তা দিয়ে তৈরি হবে বিকল্প জৈব জ্বালানি  ।এই   শিল্পের জন্য  দেড় হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী । আর  আজ মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী সেই পরিকল্পনা অনুমোদন পেয়েছে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!