এখন পড়ছেন
হোম > রাজ্য > সরানো হলো নারদা মামলায় ইডি’র অফিসারকে জল্পনা তুঙ্গে

সরানো হলো নারদা মামলায় ইডি’র অফিসারকে জল্পনা তুঙ্গে

নারদা মামলার তদন্ত চলাকালীন ,এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তকারী অফিসার নিবেদিতা সেনগুপ্ত কে বদলি করা হলো। এখন নিবেদিতা দেবীর নতুন দফতর হলো কসবার জিএসটি ভবন। যদিও তাঁর বদলির ঘটনাকে রুটিন বদলি হিসাবেই বলা হচ্ছে । প্রসঙ্গত, শুল্ক দফতরের এই অফিসারকে ডেপুটেশনে ইডি’তে নিয়ে আসা হয়েছিল ৷আর সেই মেয়াদ প্রায় ফুড়িয়ে আসলেও খাতায় কলমে শেষ হতে অল্প দিন বাকি ছিলো । নারদা-রোজ ভ্যালি-সহ বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির মামলায় যথেষ্ট দক্ষতার সঙ্গেই তদন্ত করছিলেন নিবেদিতা দেবী । অল্প কদিন আগে নারদা মামলায় অভিযুক্ত তৃণমূলের একাধিক মন্ত্রী-সাংসদকে জেরা করে বয়ান রেকর্ড করেছেন তিনি ৷সম্প্রতি নারদা মামলায় অভিযুক্ত তৃণমূলের একাধিক মন্ত্রী-সাংসদকে জেরা করে বয়ান রেকর্ড করেছেন তিনি৷ আর তার মাত্র কদিন পরেই নিবেদিতা দেবীর বদলির ঘটনা প্রশ্ন উঠছে, তাহলে কি নিবেদিতার তদন্ত প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট ছিলেন না ইডি অফিসারের?৷ নাকি, নারদা’র মতো মামলায় ‘প্রভাবশালী’দের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে অনেককে অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন তিনি নানান প্রশ্নের জন্ম দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহল তথা রাজ্য বাসীর মনে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!