এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনা আবহে কিভাবে বিধানসভা চলবে! জানিয়ে দিলেন অধ্যক্ষ! জেনে নিন বিস্তারিত!

করোনা আবহে কিভাবে বিধানসভা চলবে! জানিয়ে দিলেন অধ্যক্ষ! জেনে নিন বিস্তারিত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মার্চ মাসে করোনা ভাইরাসকে আটকাতে লকডাউনের কথা ঘোষণা করা হয়েছিল। আর তখন থেকেই সমস্ত রকম দোকানপাট থেকে শুরু করে জমায়েত সবকিছু বন্ধ করে দেওয়া হয়। তবে বর্তমানে করোনা ভাইরাস কিছুটা স্থিতাবস্থা গ্রহণ করার পর এখন ধীরে ধীরে সেই লকডাউন শিথিল করা হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রগুলো যেমন খুলতে শুরু করেছে, ঠিক তেমনই এবার রাজ্য বিধানসভার অধিবেশন শুরু করার ব্যাপারে চিন্তাভাবনা শুরু হয়েছে। তবে বিধানসভার অধিবেশন শুরু হলেও, সেখানে এত বিধায়ক একসাথে যদি মিলিত হন, তাহলে করোনা ভাইরাস জনপ্রতিনিধিদের শরীরেও সংক্রমিত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সেদিক থেকে কিভাবে গোটা পরিস্থিতি পরিচালনা করা হবে, তা নিয়ে সংশয় ক্রমশ বাড়ছে। জানা গেছে, আগামী সপ্তাহের 9 এবং 10 সেপ্টম্বর দুদিনের জন্য বসতে চলেছে রাজ্য বিধানসভার সংক্ষিপ্ত অধিবেশন‌। আর তার আগেই এই গোটা বিষয়ে সাংবাদিক বৈঠক করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। যেখানে বিধানসভার অধিবেশন শুরুর সময় কি কি স্বাস্থ্যবিধি মানতে হবে এবং কি কি নিয়ম চালু করা হবে, তার সমস্ত কিছু জানিয়ে দিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, কার্যত নজিরবিহীন সুরক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে নিয়ম করা হয়েছে। যেখানে বিধানসভার ঢোকার আগে প্রত্যেক বিধায়ক, বিধানসভার কর্মী এবং সাংবাদিকদের অ্যান্টিজেন টেস্ট করা হবে। আধঘণ্টার মধ্যে সেই রিপোর্ট পাওয়া যাবে। আর সেই রিপোর্টে যদি করোনা নেগেটিভ পাওয়া যায়, তাহলেই অধিবেশনে যোগদানের অনুমতি মিলবে‌। তবে করোনা রিপোর্ট পজেটিভ হলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলতে হবে সেই ব্যক্তিকে। এছাড়াও যে সমস্ত বিধায়করা বিধানসভায় আসবেন, তাদের গাড়ি এবং নিরাপত্তারক্ষীদের কেউই ভেতরে ঢুকতে পারবেন না বলে জানানো হয়েছে। এছাড়াও যে সমস্ত প্রবীণ বিধায়করা রয়েছেন, তাদের অধিবেশন কক্ষে বসানো হবে এবং কম বয়সী বিধায়কদের গ্যালারিতে বসানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি অধিবেশন কক্ষে সীমিত সংখ্যক ব্যক্তিদের অনুমতি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ একেবারেই নমো নমো করে বিধানসভার অধিবেশন শুরু করতে চাইছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কেননা বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাস কিছুটা শিথিল হলেও, যদি একসাথে এত জন বিধায়ক অধিবেশন কক্ষে উপস্থিত হন এবং তার ফলে যদি করোনা ভাইরাস আরও ভয়াবহ আকার ধারণ করে, তাহলে তা নিয়ে বড়সড় বিপদ দেখা দিতে পারে। তাই এমন পরিস্থিতিতে সচেতনতা ও স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে বিধানসভার ভেতরে সকলকে ঢোকানোর ব্যাপারে নয়া নিয়মের কথা জানিয়ে দিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

এদিন এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “বিধানসভায় ঢোকার আগে প্রত্যেক বিধায়ক, বিধানসভার কর্মী এবং সাংবাদিকদের অ্যান্টিজেন টেস্ট হবে। বিধায়কদের গাড়িচালক বা নিরাপত্তারক্ষী, কেউ ভিতরে ঢুকতে পারবেন না।” সব মিলিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে স্বাস্থ্য সচেতনতা পালন করে বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে রাজ্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!