এখন পড়ছেন
হোম > রাজ্য > টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে সভা,তাতেই ফের গোষ্ঠীদ্বন্দ্ব

টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে সভা,তাতেই ফের গোষ্ঠীদ্বন্দ্ব

উত্তর কলকাতার কলেজগুলিতে বারংবার টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্ব চরম পর্যায় পৌছাচ্ছে। আর এই গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে এদিন রবিন্দ্রভারতি বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসে তৃনমূলের দলীয় কর্মীদের নিয়ে একটি সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার জেলা সভাপতি বিশ্বজিৎ দে এবং টিএমসিপি সভানেত্রী জয়া দত্ত। এই সভাতে ফের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয় এবং তা বেশ রাত্রি অবধি গড়ায়। এমনটাই তৃনমূল সূত্রের খবর। জানা গেছে এই হাতাহাতির সুত্র ধরে পরেরদিন জয়পুরিয়া কলেজের সামনেও ত্রিনমুলী গোষ্ঠীদ্বন্দ্ব বাঁধে। এদিকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বহিরাগতদের কলেজে ঢোকার নিয়ম নেই। ‘‘এমন কোনও সভা আমাদের বিশ্ববিদ্যালয়ে ডাকা হয়েছে, তা জানতাম না। এর জন্য আমাদের থেকে অনুমতি নেওয়া হয়নি।’’ এমনটাই জানিয়েছেন রবিন্দ্রভারতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। ‘‘গেটের বাইরে কিছু ছাত্র আড্ডা দিচ্ছিল। আমি ওদের দেখে তখন দাঁড়িয়ে যাই। তেমন কিছু তো হয়নি।’’ এমনটাই বলে এদিনের রবিন্দ্রভারতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঘটনা অস্বীকার করেছেন জয়া দত্ত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!