শীঘ্রই কলকাতা শহরে নামতে চলেছে গোলাপী রঙের অটো রাজ্য February 15, 2018 একদিকে রাস্তায় মহিলা যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা অন্যদিকে কিছু মহিলার আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে শীঘ্রই কলকাতা শহরের পথে নামতে চলেছে গোলাপী রঙের অটো । এই অটোতে সফরকারী যাত্রী এবং চালক উভয়েই হবেন মহিলা। প্রাথমিক পর্যায়ে টালিগঞ্জ-হাজরা রুটে চলবে এই গোলাপি অটো । দক্ষিণ কলকাতার একটি অটো ইউনিয়নের নেতা জানালেন তাঁদের উদ্যোগে প্রশিক্ষিত হচ্ছেন প্রস্তাবিত ঐ রুটের মহিলা অটোচালকরা । প্রশিক্ষণরত মহিলা অটোচালকদের সাথে কথা বলে জানা যায় যে এই কাজের সুযোগ পেয়ে তারা অত্যন্ত আনন্দিত । তারা এটাও মনে করেন যে অটো চালিয়ে রোজকার করা অর্থে তাদের সংসারের অনটন অনেকটাই কমে যাবে।মহিলা দ্বারা চালিত সেই অটো এখন রাস্তায় নামার অপেক্ষা৷ আপনার মতামত জানান -