এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্মীদের পেনশন! অবসরের সময়সীমা কি বাড়তে চলেছে? কি বলছে PMEAC এর রিপোর্ট?

কর্মীদের পেনশন! অবসরের সময়সীমা কি বাড়তে চলেছে? কি বলছে PMEAC এর রিপোর্ট?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  কয়েকদিন আগেই ডিএ ঘোষণা করেছে কেন্দ্রিয় সরকারের কর্মচারীদের জন্য আর তার রেশ কাটতে না কাটতেই আবার কেন্দ্রীয় সরকারের কর্মীদের খুশির হাওয়া বইছে । সাম্প্রতিক পিএম ইকোনমিক এডভাইসর কমিটির পক্ষ থেকে একটি বৈঠক বসে আর এই বৈঠকের আধিকারিকদের পরামর্শ কর্মীদের অবসরের সময় বাড়ানো উচিত শুধু তাই নয় এই কমিটির পরামর্শ অনুযায়ী গোটা দেশে ইউনিভার্সাল পেনশন সিস্টেম অবিলম্বে শুরু করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে ।

এই উপদেষ্টা মন্ডলীর পরামর্শ অনুযায়ী দেশের বয়স্ক নাগরিকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার বিষয়টি কেন্দ্রকে সুনিশ্চিত করা উচিত বলেছেন সেই সঙ্গে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মন্ডলীর দেওয়া পরামর্শ অনুযায়ী কর্মচারীদের প্রতিমাসে কমপক্ষে দুই হাজার টাকা করে পেনশন দেওয়া প্রয়োজন ।  আর এর জন্য ইউনিভার্সাল পেনশন সিস্টেম দ্রুত সম্ভব কেন্দ্রের চালু করা উচিত বলে মনে করছেন উপদেষ্টামণ্ডলীর সদস্যরা ।  কেন্দ্র সরকার এই পরামর্শে যদি মেনে নেন তাহলে উপকৃত হবেন লক্ষাধিক সরকারি কর্মী যদিও বিষয়টি পুরোপুরি এখনো চিন্তা ভাবনার পর্যায়ে রয়েছে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!