বিজেপির তরফ থেকে অবশেষে ঘোষণা করা হল গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম জাতীয় বিশেষ খবর December 22, 2017 গুজরাটে নির্বাচনে বিজেপির জেতার পর থেকেই মুখ্যমন্ত্রী পদের জন্য অনেক নাম উঠে আসছিলো। স্মৃতি ইরানির নাম প্রবলভাবে উঠে আসলেও তাঁকে পিছনে ফেলে ফের গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় রূপানিতেই ভরসা রাখল বিজেপি। উপমুখ্যমন্ত্রী হিসেবে থাকছেন নীতিন প্যাটেলই। আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বিজয় রূপানিকে গুজরাটের পরিষদীয় দলের নেতা হিসেবে ঘোষণা করেন। গতকালই রূপানি সহ গোটা মন্ত্রিসভা রাজভবনে ইস্তফা দিয়েছিলেন বলে খবর। প্রসঙ্গত ১৮২ আসনের মধ্যে ৯৯টি বিধানসভা কেন্দ্রে জয় পেয়ে গুজরাটে ষষ্ঠবারের জন্য সরকার গঠন করতে চলেছে। আপনার মতামত জানান -