এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শিশুদের অজানা জ্বর নিয়ে উদ্বেগ প্রকাশ করতেই রাজ্যপালকে নিশানা রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর

শিশুদের অজানা জ্বর নিয়ে উদ্বেগ প্রকাশ করতেই রাজ্যপালকে নিশানা রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে অজানা জ্বরে আক্রান্ত হচ্ছে শিশুরা। উত্তরবঙ্গে এর প্রকোপ অধিক ,দক্ষিণবঙ্গেও ক্রমশ ছড়িয়ে পড়ছে। মালদহ, জলপাইগুড়ি, দার্জিলিং জেলায় ক্রমশ বাড়তে শুরু করেছে অজানা জ্বরে আক্রান্ত শিশুদের সংখ্যা, সেই সঙ্গে শিশুমৃত্যু। যা উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে প্রশাসনের। এই পরিস্থিতিতে আজ রাজভবনে বৃক্ষরোপন অনুষ্ঠানে যোগদান করেছিলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। এরপর রাজ্যপালকে কটাক্ষ করেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।

আজ রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর জানিয়েছেন যে, এ বিষয় নিয়ে তিনি বারবার জোর দিতে বলেছেন। তিনি আশা করছেন রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো দৃঢ় করা হবে। রাজ্যপালের এই বক্তব্যের পালটা জবাবে রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন যে, রাজ্যপালকে তিনি বলতে চান যে, এই পরামর্শগুলি তিনি যেন উত্তরপ্রদেশ গিয়ে দেন। সেখানে ১৬ জন বাচ্চা অক্সিজেনের অভাবে মারা গেছে। শ্মশানের অভাবে গঙ্গায় ভাসিয়ে দেয়া হয়েছে মৃতদেহ। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যব্যবস্থা একদম ঠিক আছে বলে, দাবি করেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, গতকাল অজানা জ্বর প্রসঙ্গে রাজ্য স্বাস্থ্য সচিব জানিয়েছেন যে, এ বিষয় নিয়ে পর্যবেক্ষণ চলছে। অজানা জ্বরের কোনো খবর নেই। এটি একটি মরসুমী জ্বর। এর মধ্যে আতঙ্কের কোন ব্যাপার নেই। যে কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে, তারা আরএস ভাইরাস ও ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাসে আক্রান্ত ছিল। তাদের শরীরের অন্যান্য জটিলতাও ছিল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জ্বরে আক্রান্ত শিশুদের চিকিৎসা করা হচ্ছে।

এর পাল্টা হিসেবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, রাজ্য সরকার এখন ভোট করতেই ব্যস্ত আছে। তাই এ বিষয়ে তারা নজর দিচ্ছে না। ভবানীপুরের উপ নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছে রাজ্য সরকার। তাই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে তিনি আবেদন জানিয়েছেন যে, রাজ্যের স্বাস্থ্য পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে একটি প্রতিনিধিদল পাঠানো হোক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!