এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গণতন্ত্রের জয়, মমতা পুলিশের মুখে ফের ঝামা ঘষলো আদালত! আরও চাপে তৃণমূল!

গণতন্ত্রের জয়, মমতা পুলিশের মুখে ফের ঝামা ঘষলো আদালত! আরও চাপে তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পুলিশ দিয়ে যে আর জারিজুরি খাটবে না, এটা বুঝে যাওয়ার পরেও কেন বারবার একই ভুল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস প্রশাসন, তা সত্যিই ভেবে পাচ্ছে না বিরোধীরা। আজকে গণতন্ত্রের এক বিরাট জয় হলো আদালতে। ভূপতি নগরের ঘটনার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের কব্জা করতে চেয়েছিল এই দলদাস প্রশাসন। কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই চেষ্টায় জল ঢেলে দিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

প্রসঙ্গত, আজ আদালতের পক্ষ থেকে বিচারপতি জয় সেনগুপ্তর অন্তর্বর্তীকালীন বেঞ্চের তরফে বড় নির্দেশ দেওয়া হয়‌। যেখানে পুলিশকে কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয় যে, এনআইএ আধিকারিকদের কোনোমতেই গ্রেফতার করা যাবে না। পাশাপাশি এই কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের তলব করার ক্ষেত্রে ৭২ ঘন্টা আগে নোটিশ দিতে হবে‌। আর যদি তা না হয়, তাহলে ভিডিও কনফারেন্সের মাধ্যমেও জেরা করা যেতে পারে। পাশাপাশি গোটা ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। জানা গিয়েছে এই মামলার পরবর্তী শুনানি আগামী 29 এপ্রিল।

একাংশ বলছেন, এর ফলে আদালতে আবার একটা বড় থাপ্পড় খেলো এই রাজ্যের প্রশাসন। এত নির্লজ্জতা তারা কেন বারবার করছে! কেন বারবার তারা একই ভুল করার পথে হাঁটছে? সত্যিই, এই প্রশ্নের উত্তর হয়ত প্রশাসনের কাছেও নেই। এনআইএ আধিকারিকদের জব্দ করতে গিয়ে আদালতের পক্ষ থেকে যে শিক্ষা পেল নবান্ন, তাতে লজ্জা থাকলে আর তারা এই ধরনের কোনো কাজ দ্বিতীয় বার করবে না। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!