এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Big Breaking, বাজেটে এখনো পর্যন্ত কি কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী? আসুন জেনে নিন

Big Breaking, বাজেটে এখনো পর্যন্ত কি কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী? আসুন জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ বিধানসভায় শুরু হলো বাজেট অধিবেশন। আজ অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী জানালেন, আগামী অর্থ বর্ষে মাদ্রাসার জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হবে। নেপালি, হিন্দি, উর্দু ভাষার জন্য ১০০ টি নতুন স্কুল নির্মাণ করা হবে। এ কাজে ৫০০ জন প্যারা টিচার নিয়োগ করা হবে। সাঁওতালি ভাষার জন্য ৫০০ টি স্কুল খোলা হবে। যে কাজে দেড় হাজার প্যারাটিচার নিয়োগ করা হবে। তফসিলি জাতি ও উপজাতিদের জন্য ১০০ টি ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করা হবে।

মুখ্যমন্ত্রী জানালেন যে, রাজ্যে কল্যাণমূলক কর্মসূচি চলছে। যা আগামী দিনেও চলবে। রাজ্যের উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ তৃণমূল সরকার। রাজ্যের জিডিপি ২.৫ গুণ বৃদ্ধি পেয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি জানালেন, গ্রামীণ আবাস যোজনায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ। রাজ্যের রাজস্ব আদায়ের পরিমান পূর্বের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিপুল বিনিয়োগ করা হয়েছে। রাজ্যের ২০০ টি স্কুলে রাজবংশী ভাষা পড়ানো হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজবংশী ভাষা পড়ানোর জন্য ২০০ টি স্কুলকে অনুমোদন দেয়া হয়েছে। সরকারি অনুমোদিত মাদ্রাসাগুলোকে আর্থিক সহায়তা দেয়া হবে। মুখ্যমন্ত্রীর জানালেন যে, তপশিলি সম্প্রদায়ভুক্ত মানুষদের মাটির বাড়ি আগামী দিনে পাকা করে দেয়া হবে। ১০ লক্ষ নতুন স্বনির্ভর গোষ্ঠী গঠন করবে রাজ্য। মাতৃ বন্দনা নামে এক বিশেষ কর্মসূচির দ্বারা ২৫ হাজার কোটি টাকা ঋণ দেয়া হবে। ধাপে ধাপে ১ লক্ষ ৫০ হাজার উদ্বাস্তু মানুষকে জমির দলিল দেয়া হবে।

মুখ্যমন্ত্রী জানালেন, নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউ টাউনে স্বারক নির্মাণ করা হবে। প্রতি জেলায় জয় হিন্দ ভবন তৈরি করা হবে। কলকাতা পুলিশের নতুন নেতাজি ব্যাটেলিয়ান তৈরি করা হবে। নেতাজি ব্যাটালিয়ন এর জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। নেতাজি যোজনা কমিশনের জন্য বরাদ্দ করা হচ্ছে ৫০০ কোটি টাকা।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!