এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আবারও রাজনৈতিক সংঘর্ষের ঘটনা তৃণমূল ও বিজেপির মধ্যে, এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য

আবারও রাজনৈতিক সংঘর্ষের ঘটনা তৃণমূল ও বিজেপির মধ্যে, এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী 17 ই এপ্রিল রাজ্যে হতে চলেছে পঞ্চম দফার নির্বাচন। কিন্তু তার আগে বরাবরের মতো আবারও রাজনৈতিক অশান্তি। এবারের নির্বাচনে দুই মোক্ষম প্রতিযোগী হিসেবে রাজনীতির ময়দানে অবতরণ করেছে তৃণমূল এবং বিজেপি। কিন্তু এই দুই দলের মধ্যে শুরু থেকেই চলছে অশান্তি যা ক্রমাগত ঊর্ধমুখী। 

অন্যদিকে নির্বাচন কমিশন থেকে এবার 8 দফা নির্বাচন করার কথা হয়েছে শুধুমাত্র বাংলাতে শান্তিপূর্ণ ভোট করার জন্য। শুধু তাই নয়, রেকর্ডসংখ্যক কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এবার ভোট হচ্ছে। কিন্তু কমিশনের কথা যত দিন যাচ্ছে, ততই প্রহসনে পরিণত হচ্ছে। কারণ ভোটের মরসুমের শুরু থেকে এখনো পর্যন্ত রাজনৈতিক হিংসার ঘটনায় গোটা রাজ্য উত্তাল।

কোথাও বিরোধীরা মার খাচ্ছে, কোথাও শাসক দলের নেতাকর্মীরা মার খাচ্ছে। আর এবার ভোট পরবর্তী হিংসায় ধুন্ধুমার রাজপুর সোনারপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের জলপোল এলাকা। জানা গিয়েছে, সোমবার রাতে তৃণমূলের কর্মী সমর্থকদের আক্রমণ করে বিজেপির দল। আক্রান্ত তৃণমূল নেতাকর্মীরা অভিযোগ জানিয়েছেন, দলীয় কর্মীকে মারধর করার খবর পেয়ে তাঁরা ছুটে আসেন যখন তখন তাঁরা বুঝতে পারেন তাঁদের জন্য ফাঁদ পাতা হয়েছিল। 

রাস্তার উপরেই তাঁদের ওপর চড়াও হয় বিজেপি কর্মীরা। বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদেরকে মারধর করা হয়। এ ঘটনায় নিমাই সর্দার এবং রণ সর্দার বলে দুই তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মোট 4 জন আক্রান্ত হয়েছে এই ঘটনায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পরিস্থিতি আয়ত্তে আনতে এলাকায় হাজির হয় নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজপুর-সোনারপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের পুরমাতা পাপিয়া হালদার অভিযোগ করেছেন, নির্বাচনে খারাপ ফল করবার কথা ভেবেই বিজেপি এই মুহূর্তে সন্ত্রাস শুরু করেছে।

 বিভিন্ন এলাকায় তৃণমূলের ওপর হামলা চালাচ্ছে তাঁরা। এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরীর চেষ্টা হচ্ছে। অন্যদিকে সোনারপুর উত্তর বিধানসভার 1 নম্বর মন্ডল বিজেপি সভাপতি তাপু চৌধুরী এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলেছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের

তিনি দাবি করেছেন, বিভিন্ন এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই অশান্তি এবং তৃণমূল ইচ্ছাকৃতভাবে বিজেপিকে দোষারোপ করছে। সোমবার রাতের ঘটনায় এখনও পর্যন্ত এলাকা জুড়ে প্রবল উত্তেজনা রয়েছে। একই সাথে চলছে পুলিশি প্রহরা। এখনো চারদফা নির্বাচন বাকি, কিন্তু তার আগে যেভাবে রাজ্যজুড়ে ক্রমাগত অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে তাতে সাধারণ মানুষের আতঙ্ক বাড়ছে বৈ কমছে না। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন নতুন কোনো পদক্ষেপ গ্রহণ করে কি না এখন সে দিকেই নজর সবার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!