এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন কোনও কিছুরই পরোয়া করেন না।” – বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি

“মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন কোনও কিছুরই পরোয়া করেন না।” – বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ২৪ ঘন্টা নির্বাচনী প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল রাত আটটা থেকে শুরু করে আজ রাত আটটা পর্যন্ত কোন নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন কোন কিছুরই পরোয়া করেন না। কোনো নিয়ম-কানুন তিনি মানেন না।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন কোনকিছুরই পরোয়া করেন না। নিয়ম-কানুনও মানেন না তিনি। এ কারণেই সাংবিধানিক প্রতিষ্ঠানের সিদ্ধান্তের বিরুদ্ধে ধর্নায় বসতে চলেছেন তিনি। তিনি অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাবার চেষ্টা করছেন। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তিনি উস্কানি দিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় রাস্তায় বসে পড়েন। সংসদে আইন পাশ হলে, তিনি আপত্তি জানান। সুপ্রিম কোর্টের রায় পছন্দ না হলে আপত্তি জানিয়ে রাস্তায় বসে পড়েন তিনি। আর এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধর্নায় বসতে চলেছেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি জানালেন, একজন মুখ্যমন্ত্রীর এমন শোভা পায়না।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, ইতিপূর্বে নির্বাচন কমিশন বিজেপি নেতাদের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল। অসমে হেমন্ত বিশ্ব শর্মা, পূর্বে যোগী আদিত্যনাথের মত বিজেপি নেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু সে সময় বিজেপি নেতারা নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে মেনে নিয়েছিলেন। সিদ্ধান্তের বিরুদ্ধে ধর্ণায় বসেন নি তাঁরা।

অন্যদিকে, আজ চা চক্র থেকে দিলীপ ঘোষ জানিয়েছেন, নির্বাচন কমিশনের কাছে তিনি লিখিত আবেদন জানিয়েছিলেন। তিনি আবেদন জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীকে প্রচার থেকে আলাদা করা হোক। এ প্রসঙ্গে তিনি জানান, “নির্বাচন কমিশন বিচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার করলে উত্তেজনা বাড়বে। তাকে ২৪ ঘন্টা ব্যান করা হয়েছে। আমি তো বলেছিলাম পুরো নির্বাচন থেকে ওনাকে ব্যান করা হোক। তবে দুর্ভাগ্য এখানেই, উনি সবকিছুর বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করছেন।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!