এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুখ্যমন্ত্রীর ওপরে নিষেধাজ্ঞা, কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন অনুব্রত

মুখ্যমন্ত্রীর ওপরে নিষেধাজ্ঞা, কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন অনুব্রত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ২৪ ঘন্টা নির্বাচনী প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। জনসভা থেকে ধর্মের ভিত্তিতে ভোট ভাগাভাগি, কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার প্ররোচনা, হিংসায় উস্কানি দেওয়া, ভোটারদের বিভ্রান্ত করার মতো একাধিক অভিযোগ করা হয়েছে মুখ্যমন্ত্রীর প্রতি। এরফলেই তাঁর বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। নির্বাচন কমিশনকে অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে তুলনা করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

মুখ্যমন্ত্রীর ওপর এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। নির্বাচন কমিশনকে অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে তুলনা করলেন তিনি। অনুব্রত মণ্ডল জানালেন, নির্বাচন কমিশন অন্ধ ধৃতরাষ্ট্রের মতো আচরণ করছে। দিলীপ ঘোষ, রাহুল সিনহাকে দেখতে পাচ্ছে না নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ২৪ ঘন্টার জন্য নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিনি কটাক্ষ করেছেন, অনেক ভোট তিনি করেছেন, কিন্তু এরকম কমিশন ও কমিশনার কোনদিন তিনি দেখেন নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্বাচন কমিশনের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন যে, এটা গণতন্ত্রের কালো দিন। তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ এ প্রসঙ্গে জানিয়েছেন, এর দ্বারা কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশন হল বিজেপির একটি শাখা সংগঠন। অন্যদিকে নির্বাচন কমিশনের এই নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম টুইট করেছেন যে, আগামী ২৪ ঘণ্টায় মুখ্যমন্ত্রীর প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। আজ গণতন্ত্রের কালো দিন। কমিশন নিষেধাজ্ঞা জারি করতে পারবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষের মন থেকে মুছে দিতে পারবে না।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!