এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > স্রেফ শাসকের তাঁবেদারিতে কোনো কাজ হবে না, শাসক ঘনিষ্ঠ বহু কর্তার অনিয়মের রিপোর্ট যাচ্ছে দিল্লিতে

স্রেফ শাসকের তাঁবেদারিতে কোনো কাজ হবে না, শাসক ঘনিষ্ঠ বহু কর্তার অনিয়মের রিপোর্ট যাচ্ছে দিল্লিতে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের আগে এখন রাজ্যের আমলাদের আচার-আচরণ নিয়ে মূল্যায়ন করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই বিজেপির নানা নেতারা পথসভা এবং সভা-সমিতিতে দাবি করেছে, ক্ষমতায় এলে তৃণমূলের হয়ে যে সমস্ত আমলারা তাবেদারী করছেন, তাদের দেখে নেওয়া হবে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এমনিতেই বিতর্ক দানা বাঁধতে শুরু করেছিল। আর এই পরিস্থিতিতে শাসকদল তৃণমূল এর কাছের লোক হয়ে গত 2016 সাল থেকে যে সমস্ত অফিসাররা কাজ করছেন তাদের কাজের বিবরণ লিপিবদ্ধ করা শুরু করল ভারতীয় জনতা পার্টি।

মূলত যোগ্যতার মাপকাঠিতে বিচার না করে যেভাবে শুধুমাত্র তৃণমূলের তাবেদারী করে এসিআরে বেশকিছু আমলার নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে, তাতে বিজেপির পক্ষ থেকে এখন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাই যে সমস্ত আমলারা সুযোগ বুঝে নিজেদের প্রভাব বাড়িয়ে নিয়েছেন, তাদের তালিকা তৈরি করে এখন দিল্লিতে পাঠাতে চলেছে ভারতীয় জনতা পার্টির বঙ্গ নেতৃত্ব বলে খবর।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রধান অভিযোগ রয়েছে ভারতীয় জনতা পার্টির। যেখানে তৃণমূলের ক্ষেত্রে সমস্ত রকম ছাড় দেওয়া হলেও, বিরোধী দল হিসেবে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলকে সভা-সমিতি করতে প্রতিমুহূর্তে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাধাদান করা হচ্ছে বলে অভিযোগ দীর্ঘদিনের। শুধু তাই নয়, বেছে বেছে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা লাগিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

আর রাজ্যের বিভিন্ন জেলায় যে সমস্ত প্রশাসনের কর্তা ব্যক্তিরা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এবং তৃণমূলের তাবেদারী করে তারা ভালো জায়গায় পৌঁছে গিয়েছেন, এবার তাদের তালিকা তৈরিতে জোর দিয়েছে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই বিজেপি বাংলা দখলের জন্য ব্লুপ্রিন্ট তৈরি করতে শুরু করেছে। আগামীদিনে তারা রাজ্যের ক্ষমতায় আসবে কিনা, তা ভোটবাক্স খোলার পরই পরিষ্কার হয়ে যাবে।

তবে তার আগে এবার সেই সমস্ত প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নামের তালিকা তৈরি করে তা দিল্লিতে পাঠিয়ে দেওয়ার কাজ সমাপ্ত করে রাখতে চাইছে বিজেপির বঙ্গ ব্রিগেড। অর্থাৎ আগামী দিনে যদি তারা ক্ষমতায় আসে, তাহলে এখন যে সমস্ত প্রশাসনিক আধিকারিকরা তৃণমূলের হয়ে তাবেদারী করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ যে বিজেপির পক্ষ থেকে এখন থেকেই নেওয়া হচ্ছে, তা কার্যত পরিষ্কার বিশেষজ্ঞদের কাছে। স্বভাবতই এই ঘটনায় এখন ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে একাংশ আবার বলছেন, বঙ্গ বিজেপির পক্ষ থেকে যখন এই উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন প্রশাসনের একটা অংশ এই ব্যাপারে বিজেপিকে সহযোগিতা করতে শুরু করেছে। এদিন এই প্রসঙ্গে দিল্লির এক বিজেপি নেতা বলেন, “আসন্ন বিধানসভা নির্বাচনে আমরা বাংলা দখলের লক্ষ্যে এগোচ্ছে। তাই আগে থেকেই প্রশাসনের অন্দরমহলের পরিস্থিতি যাচাই করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।” কিন্তু রাজ্যের প্রশাসনের একটা অংশ বিজেপিকে কিভাবে বিশ্বাস করে সমস্ত গোপন তথ্য তাদের কাছে পৌঁছে দেবে?

এদিন এই প্রসঙ্গে এক বিজেপি নেতা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় পুলিশ আমলাদের একটা বড় অংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। একদিকে অযোগ্য তোলাবাজ কিছু অফিসার আকর্ষণীয় পদ দখল করে বসে রয়েছে। অন্যদিকে কিছু পুলিশ আমলা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ার সুবাদে অবসরের পরেও বছরের-পর-বছর সার্ভিসে থেকে যাচ্ছেন। যার জেরে পদোন্নতি শৃংখল পুরোপুরি ভেঙে দিয়েছে। অনেকেই বাংলা ছেড়ে সেন্ট্রাল ডেপুটেশনে চলে যেতে চাইলেও, বলপূর্বক তাদের আটকে রাখা হচ্ছে কোনো অধিকার নেই। তাই অনেক পদাধিকারীরা এখন ক্ষোভে ফেটে পড়তে শুরু করেছেন।”

আর এই ক্ষোভকে কাজে লাগিয়েই এখন প্রশাসনের অন্দরমহলের খবর সেই সমস্ত প্রশাসনের একাংশের মধ্যে দিয়ে নিজেদের কাছে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে ভারতীয় জনতা পার্টি। আর সেই তথ্য নিয়ে আগামী দিনে বিজেপি যে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে বিজেপির এই উদ্যোগ রাজ্য প্রশাসনকে কতটা চিন্তায় ফেলে, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!