এখন পড়ছেন
হোম > জাতীয় > বৃদ্ধ পিতা-মাতাকে কোনোভাবেই অবহেলা নয়, করতে হবে উপযুক্ত ভরণপোষণ, কঠোর আইন আনতে চলেছে কেন্দ্র

বৃদ্ধ পিতা-মাতাকে কোনোভাবেই অবহেলা নয়, করতে হবে উপযুক্ত ভরণপোষণ, কঠোর আইন আনতে চলেছে কেন্দ্র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যে সন্তানকে পালন করতে, তাকে মানুষ করে তুলতে নিজের জীবন সমর্পন করেন মাতা পিতা। পরবর্তীতে সেই সন্তান অনেক ক্ষেত্রেই পিতা-মাতাকে তার প্রাপ্য সেবা ও ভরণপোষণ থেকে বঞ্চিত করে থাকে। এমন অভিযোগ উঠেছে বারবার। তাই, এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার গত ২০১৯ সালে। এবার এই বিলে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটিয়ে তা নতুনভাবে সংসদে উত্থাপন করতে চলেছে কেন্দ্র। এই বিল পাস হয়ে গেলে, বৃদ্ধ পিতা-মাতার ভরণ পোষণের জন্য সন্তানকে প্রতিমাসে বাধ্যতামূলকভাবে ১০ হাজার টাকা প্রদান করতে হবে।

গত ২০১৯ সালের ডিসেম্বর মাসে একটি বিশেষ বিল এনেছিল কেন্দ্রীয় সরকার। যার নাম ছিল দা মেনটেনেন্স এন্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল। বাদল অধিবেশনের মধ্যেই এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা কেন্দ্রের। এই বিলটি যদি আইনে পরিণত হয়, তবে বৃদ্ধ পিতা-মাতার খেয়াল রাখতে বাধ্য থাকবে তার সন্তানেরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষত্রে নিজের সন্তান, দত্তক নেয়া সন্তান, সৎ সন্তান সকলেই এর আওতাভুক্ত থাকবে। সে ক্ষেত্রে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে ১০ হাজার টাকা তুলে দিতে হবে পিত-মাতার হাতে। স্ট্যান্ডার্ড অফ লিভিং ও বাবা-মায়ের আয়ের কথা মাথায় রেখে এই পরিমাণ অর্থ দেবার কথা জানানো হয়েছে। এই বিল ২০১৯ সালে আনা হয়েছিল। যাতে বৃদ্ধ পিতা-মাতা বা প্রবীণ নাগরিকরা বঞ্চিত না হন, তাদের ফেলে দিয়ে যেন চলে যেতে না পারে তাদের সন্তানেরা, সে কারণেই এই বিল আনা হয়।

এই বিলে পিত-মাতার রক্ষণাবেক্ষণের সঙ্গে সঙ্গে পিতা-মাতার প্রয়োজনীয় বিষয়গুলি সন্তানকে দেখা, তাদের সুরক্ষা দেওয়া, তাদের ভরণপোষণ নিশ্চিত করার কথা রয়েছে। জানা যায়, এই ধরনের একটি বিল নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা রয়েছে কেন্দ্রের। কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অনেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!