এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রিয় বন্ধুর এক্সিট পোল – কি হতে চলেছে মহারাষ্ট্রের বিধানসভার আসন ভিত্তিক সাম্ভাব্য চিত্র?

প্রিয় বন্ধুর এক্সিট পোল – কি হতে চলেছে মহারাষ্ট্রের বিধানসভার আসন ভিত্তিক সাম্ভাব্য চিত্র?


অবশেষে গোটা দেশের ৫১ টি লোকসভা-বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সাথেই সমাপ্ত হল মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভার সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণ। এখন সকলেরই অধীর আগ্রহে অপেক্ষা ২৪ তারিখের জন্য – কেননা সেদিন সকাল ৮ টা থেকে ইভিএম বাক্স খুললে আঁচ পাওয়া যাবে মহারাষ্ট্র ও হরিয়ানার পরবর্তী সরকার গঠনের ভার কাদের হাতে যেতে চলেছে।

তবে তার আগে, মাঝের এই কদিন রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন বাংলার মানুষের মনের উদ্বিগ্ন ভাব কাটাতে প্রিয় বন্ধু মিডিয়ার তরফে সামনে আনা হয়েছে বুথ ফেরত সমীক্ষা। আমরা নির্বাচনের আগেই বিভিন্ন পর্যায়ে ওপিনিয়ন পোলের মাধ্যমে মহারাষ্ট্রের মানুষ কি ভাবছেন এবং তার পরিপ্রেক্ষিতে সেই রাজ্যের সামগ্রিক ছবি কি দাঁড়াতে পারে – তার একটা আভাস তুলে আনার চেষ্টা করেছিলাম। আর ভোটগ্রহণ পর্ব মিটতেই আমাদের দেওয়া প্রতিশ্রুতি মত আপনাদের জন্য নিয়ে এসেছি এক্সিট পোল।

আমাদের সমীক্ষক দল মহারাষ্ট্রের ২৮৮ ও হরিয়ানার ৯০ বিধানসভা আসন ঘুরে কোন দলের ঝুলিতে কত আসন যেতে পারে তার একটা আভাস তুলে আনার চেষ্টা করেছে। এমনকি, এই দুই রাজ্যের প্রতিটি বিধানসভা আসনের মধ্যে কোথায় কে জয়ী হতে পারে – সেই তথ্যও তুলে আনার চেষ্টা করা হয়েছে। এর আগেই রাজ্যভিত্তিক সামগ্রিক সাম্ভাব্য এক্সিট পোল প্রকাশ করা হয়েছে, এবার আসন ধরে ধরে কোন রাজ্যে কোন দলের দখলে কত আসন যেতে পারে তার আভাস এখানে তুলে ধরা হল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মহারাষ্ট্রের ২৮৮ টি ও হরিয়ানার ৯০ টি আসনের প্রতিটি আসনের কে কোথায় জয়ী হতে পারে – তার খুঁটিনাটি, যা আমাদের সমীক্ষক দল তুলে এনেছে তা প্রকাশ করা হচ্ছে। এই বুথ ফেরত সমীক্ষা, বিকেল ৪:৩০ পর্যন্ত সংগৃহিত তথ্যের উপর ভিত্তি করে প্রকাশ করা হল। এবার মহারাষ্ট্রের বিস্তারিত সাম্ভাব্য ফলাফল –

মোট আসন – ২৮৮
সংখ্যাগরিষ্ঠতা – ১৪৫
বিজেপির সাম্ভাব্য আসন – ১৪২
শিবসেনার সাম্ভাব্য আসন – ৯০
কংগ্রেসের সাম্ভাব্য আসন – ২৪
এনসিপির সাম্ভাব্য আসন – ২৪
অন্যান্যদের সাম্ভাব্য আসন – ৮

আসন ভিত্তিক সাম্ভাব্য ফলাফল –
১. নান্দুরাবার (৪ আসন)
আক্কালকুয়া – কংগ্রেস
শাহাদা – বিজেপি
নান্দুরাবার – বিজেপি
নয়াপুর – কংগ্রেস

২. ঢুলে (৫ আসন)
সাকড়ি – কংগ্রেস
ঢুলে রুরাল – বিজেপি
ঢুলে সিটি – শিবসেনা
সিন্ধখেড়া – বিজেপি
শিরপুর – বিজেপি

৩. জলগাঁও (১১ আসন)
চোপড়া – শিবসেনা
রাভের – বিজেপি
ভুসওয়াল – বিজেপি
জলগাঁও সিটি – বিজেপি
জলগাঁও রুরাল – শিবসেনা
অমালনেড় – বিজেপি
এরান্ডোল – শিবসেনা
চালিশগাঁও – বিজেপি
পাচোরা – শিবসেনা
জামনের – বিজেপি
মুক্তাইনগর – বিজেপি

৪. বুলধানা (৭ আসন)
মালকাপুর – বিজেপি
বুলধানা – শিবসেনা
শিখলি – বিজেপি
সিন্ধখেড় রাজা – শিবসেনা
মেহকার – শিবসেনা
খামগাঁও – বিজেপি
জলগাঁও জামোদ – বিজেপি

৫. আকোলা (৫ আসন)
আকোট – বিজেপি
বালাপুর – শিবসেনা
আকোলা পশ্চিম – বিজেপি
আকোলা পূর্ব – বিজেপি
মূর্তিজাপুর – বিজেপি

৬. ওয়াসিম (৩ আসন)
রিষদ – শিবসেনা
ওয়াসিম – বিজেপি
খারাঞ্জা – বিজেপি

৭. অমরাবতী (৮ আসন)
ধমনগাঁও রেল – বিজেপি
বড়নেড়া – শিবসেনা
অমরাবতী – কংগ্রেস
তেওসা – কংগ্রেস
দরিয়াপুর – কংগ্রেস
মেলঘাট – এনসিপি
অচলপুর – শিবসেনা
মোর্শি – বিজেপি

৮. ওয়ার্ধা (৪ আসন)
আর্ভি – বিজেপি
দেওলি – শিবসেনা
হিঙ্গনঘাট – বিজেপি
ওয়ার্ধা – বিজেপি

৯. নাগপুর (১২ আসন)
কাটোল – বিজেপি
সভনের – বিজেপি
হিঙ্গনা – বিজেপি
উমরেদ – বিজেপি
নাগপুর দক্ষিণ-পশ্চিম – বিজেপি
নাগপুর দক্ষিণ – বিজেপি
নাগপুর পূর্ব – বিজেপি
নাগপুর মধ্য – বিজেপি
নাগপুর পশ্চিম – বিজেপি
নাগপুর উত্তর – কংগ্রেস
কামথি – বিজেপি
রামটেক – বিজেপি

১০. ভান্ডারা (৩ আসন)
টুমসার – বিজেপি
ভান্ডারা – বিজেপি
সাকলি – বিজেপি

১১. গোন্ডিয়া (৪ আসন)
অর্জুনি মোরগাঁও – বিজেপি
টিরোরা – বিজেপি
গোন্ডিয়া – বিজেপি
আমগাঁও – বিজেপি

১২. গড়চিরোলি (৩ আসন)
আড়মড়ি – বিজেপি
গড়চিরোলি – বিজেপি
আহেরি – কংগ্রেস

১৩. চন্দ্রপুর (৬ আসন)
রাজুরা – এনসিপি
চন্দ্রপুর – কংগ্রেস
বল্লারপুর – কংগ্রেস
ব্রম্ভাপুরী – শিবসেনা
শিমুর – বিজেপি
ওয়ারোরা – কংগ্রেস

১৪. যাবতমাল (৭ আসন)
ওয়ানি – বিজেপি
রালেগাঁও – বিজেপি
যাবতমাল – বিজেপি
ডিগরাস – শিবসেনা
অর্নি – বিজেপি
পুসাড় – বিজেপি
উমরখেড় – বিজেপি

১৫. নান্দের (৯ আসন)
কিনওয়াত – বিজেপি
হড়গাঁও – শিবসেনা
ভোকার – কংগ্রেস
নান্দের উত্তর – কংগ্রেস
নান্দের দক্ষিণ – এনসিপি
লোহা – শিবসেনা
নয়িগাঁও – বিজেপি
ডেগলুর – শিবসেনা
মুখেড় – বিজেপি

১৬. হিঙ্গলি (৩ আসন)
বাসমঠ – শিবসেনা
কালামনুড়ি – শিবসেনা
হিঙ্গলি – বিজেপি

১৭. পারভানি (৪ আসন)
জিন্টুর – বিজেপি
পারভানি – কংগ্রেস
গঙ্গাখেড় – বিজেপি
পাঠরি – বিজেপি

১৮. জালনা (৫ আসন)
পার্তুর – বিজেপি
গনসাওঙ্গী – শিবসেনা
জালনা – শিবসেনা
বদনাপুর – বিজেপি
ভোকারদান – বিজেপি

১৯. ঔরঙ্গাবাদ (৯ আসন)
সিল্লোড় – শিবসেনা
কন্নড় – শিবসেনা
ফোলামবাড়ি – বিজেপি
ঔরঙ্গাবাদ মধ্য – আইমিম
ঔরঙ্গাবাদ পশ্চিম – শিবসেনা
ঔরঙ্গাবাদ পূর্ব – আইমিম
পৈঠান – শিবসেনা
গঙ্গাপুর – বিজেপি
ভৈজপুর – শিবসেনা

২০. নাসিক (১৫ আসন)
নন্দগাঁও – শিবসেনা
মালেগাঁও মধ্য – কংগ্রেস
মালেগাঁও বাহির – শিবসেনা
বগলান – বিজেপি
কালওয়ান – শিবসেনা
চাঁদওয়াড় – বিজেপি
যেভলা – শিবসেনা
সিন্নর – শিবসেনা
নিফাড় – শিবসেনা
ডিন্ডোরি – এনসিপি
নাসিক পূর্ব – বিজেপি
নাসিক মধ্য – বিজেপি
নাসিক পশ্চিম – বিজেপি
দেওলালি – শিবসেনা
ইগতপুরী – শিবসেনা

২১. পালঘর (৬ আসন)
দাহানু – বিজেপি
বিক্রমগড় – এনসিপি
পালঘর – শিবসেনা
বৈসার – শিবসেনা
নালাসোপাড়া – শিবসেনা
ভাসাই – বিভিএ

২২. থানে (১৮ আসন)
ভিওয়ান্ডি রুরাল – শিবসেনা
শাহপুর – শিবসেনা
ভিওয়ান্ডি পশ্চিম – কংগ্রেস
ভিওয়ান্ডি পূর্ব – কংগ্রেস
কল্যাণ পশ্চিম – বিজেপি
মুরবাদ – বিজেপি
অম্বরনাথ – শিবসেনা
উল্লাসনগর – বিজেপি
কল্যাণ পূর্ব – বিজেপি
ডোম্বিভালি – বিজেপি
কল্যাণ রুরাল – শিবসেনা
মীরা ভায়ান্ডার – বিজেপি
ওভালা মাজিওয়াড়া – শিবসেনা
কোপ্রি পাঁচপাখাড়ি – শিবসেনা
থানে – বিজেপি
মুম্বা কালওয়া – এনসিপি
আইরোলি – বিজেপি
বেলাপুর – বিজেপি

২৩. মুম্বই শহরতলি (২৬ আসন)
বোরিভেলি – বিজেপি
ধাইসর – বিজেপি
মাগাথানে – শিবসেনা
মুলুন্ড – বিজেপি
ভিখরোলি – শিবসেনা
ভান্ডুপ পশ্চিম – শিবসেনা
যোগেশ্বরী পূর্ব – শিবসেনা
দিনদোসী – শিবসেনা
কান্দিভালি পূর্ব – বিজেপি
চারকোপ – বিজেপি
মালাড পশ্চিম – বিজেপি
গোরেগাঁও – বিজেপি
ভারসোবা – বিজেপি
আন্ধেরি পশ্চিম – বিজেপি
আন্ধেরি পূর্ব – শিবসেনা
ভিলেপার্লে – বিজেপি
চান্দিভালি – শিবসেনা
ঘাটকোপাড় পশ্চিম – বিজেপি
ঘাটকোপাড় পূর্ব – বিজেপি
মনখুর্দ শিবাজীনগর – সপা
অনুশক্তিনগর – শিবসেনা
চেম্বুর – শিবসেনা
কুর্লা – শিবসেনা
কালিনা – শিবসেনা
বান্দ্রা পূর্ব – শিবসেনা
বান্দ্রা পশ্চিম – বিজেপি

২৪. মুম্বই শহর (১০ আসন)
ধারাভি – কংগ্রেস
সিওন কোলিওয়াড়া – বিজেপি
ওয়াডালা – বিজেপি
মাহিম – শিবসেনা
ওর্লি – শিবসেনা
শিবাড়ি – শিবসেনা
বাইকুল্লা – আইমিম
মালাবার হিল – বিজেপি
মুম্বাদেবী – কংগ্রেস
কোলাবা – বিজেপি

২৫. রায়গড় (৭ আসন)
পানভেল – বিজেপি
কার্যাট – শিবসেনা
উড়ান – শিবসেনা
পেন – বিজেপি
আলিবাগ – পিডব্লিউপিআই
শ্রীবর্ধন – এনসিপি
মাহাড় – শিবসেনা

২৬. পুনে (২১ আসন)
জুন্নার – শিবসেনা
আম্বেগাঁও – এনসিপি
খেড় আলান্দি – এনসিপি
শিরুর – এনসিপি
দাউন্দ – বিজেপি
ইন্দপুর – এনসিপি
বারামতি – এনসিপি
পুরন্দর – কংগ্রেস
ভোর – এনসিপি
মাওয়াল – বিজেপি
চিঞ্ছড় – বিজেপি
পিম্পড়ি – শিবসেনা
ভোসারি – বিজেপি
ওয়াদগাঁও শেরী – বিজেপি
শিবাজীনগর – বিজেপি
কোথ্রুড – বিজেপি
কাদাখোয়াসলা – বিজেপি
পার্বতী – বিজেপি
হড়পসর – বিজেপি
পুনে ক্যান্টনমেন্ট – বিজেপি
কসবাপেঠ – বিজেপি

২৭. আহমেদনগর (১২ আসন)
আকলে – বিজেপি
সঙ্গমনের – শিবসেনা
শিরিডি – বিজেপি
কোপারগাঁও – বিজেপি
শ্রীরামপুর – শিবসেনা
নেভাসা – বিজেপি
শেওগাঁও – বিজেপি
রাহুরি – বিজেপি
পার্নের – শিবসেনা
আহমেদনগর সিটি – শিবসেনা
শ্রীগোন্ডা – বিজেপি
কার্যাট জামখেড় – বিজেপি

২৮. বীড় (৬ আসন)
জিওরাই – বিজেপি
মাজালগাঁও – বিজেপি
বীড় – শিবসেনা
আশতি – বিজেপি
কৈজ – বিজেপি
পার্লি – বিজেপি

২৯. লাটুর (৬ আসন)
লাটুর রুরাল – শিবসেনা
লাটুর সিটি – বিজেপি
আহমেদপুর – বিজেপি
উদগির – বিজেপি
নীলাঙ্গা – বিজেপি
আউসা – বিজেপি

৩০. ওসমানবাদ (৪ আসন)
ওমের্গা – শিবসেনা
তুল্যাপুর – বিজেপি
ওসমানবাদ – শিবসেনা
পারান্দা – শিবসেনা

৩১. শোলাপুর (১১ আসন)
কারমালা – এনসিপি
মাধা – এনসিপি
বর্ষি – শিবসেনা
মোহল – এনসিপি
শোলাপুর সিটি উত্তর – বিজেপি
শোলাপুর সিটি মধ্য – শিবসেনা
আক্কালকোট – বিজেপি
শোলাপুর দক্ষিণ – বিজেপি
পান্ধারপুর – এনসিপি
সাঙ্গলা – পিডাবলুপিআই
মালশিরান – বিজেপি

৩২. সাতারা (৮ আসন)
ফল্টন – এনসিপি
ওয়াই – এনসিপি
কোরেগাঁও – এনসিপি
মন – বিজেপি
কারাড় উত্তর – এনসিপি
কারাড় দক্ষিণ – কংগ্রেস
পাটান – শিবসেনা
সাতারা – বিজেপি

৩৩. রত্নগিরি (৫ আসন)
দাপোলি – শিবসেনা
গুহাগড় – শিবসেনা
চিপলুন – শিবসেনা
রত্নগিরি – শিবসেনা
রাজাপুর – শিবসেনা

৩৪. সিন্ধুদুর্গ (৩ আসন)
কঙ্কাওলি – বিজেপি
কুড়াল – শিবসেনা
সাওয়ান্তওয়াড়ি – শিবসেনা

৩৫. কোলাপুর (১০ আসন)
চানড়গড় – শিবসেনা
রাধানগরী – শিবসেনা
কাগল – শিবসেনা
কোলাপুর দক্ষিণ – বিজেপি
করভির – শিবসেনা
কোলাপুর উত্তর – শিবসেনা
শাহুওয়াড়ি – পিডাবলুপিআই
হটকনঙ্গলে – কংগ্রেস
ইছলকরঞ্জি – কংগ্রেস
শিরোল – এনসিপি

৩৬. সাংলি (৮ আসন)
মিরাজ – বিজেপি
সাংলি – বিজেপি
ইসলামপুর – এনসিপি
শিরালা – এনসিপি
পালুস কাড়েগাঁও – কংগ্রেস
খানপুর – শিবসেনা
তাসগাঁও কাভাথে মহাঙ্কাল – শিবসেনা
জাট – বিজেপি

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!