এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রিয় বন্ধুর এক্সিট পোল – কি হতে চলেছে হরিয়ানা বিধানসভার আসন ভিত্তিক সাম্ভাব্য চিত্র?

প্রিয় বন্ধুর এক্সিট পোল – কি হতে চলেছে হরিয়ানা বিধানসভার আসন ভিত্তিক সাম্ভাব্য চিত্র?


অবশেষে গোটা দেশের ৫১ টি লোকসভা-বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সাথেই সমাপ্ত হল মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভার সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণ। এখন সকলেরই অধীর আগ্রহে অপেক্ষা ২৪ তারিখের জন্য – কেননা সেদিন সকাল ৮ টা থেকে ইভিএম বাক্স খুললে আঁচ পাওয়া যাবে মহারাষ্ট্র ও হরিয়ানার পরবর্তী সরকার গঠনের ভার কাদের হাতে যেতে চলেছে।

তবে তার আগে, মাঝের এই কদিন রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন বাংলার মানুষের মনের উদ্বিগ্ন ভাব কাটাতে প্রিয় বন্ধু মিডিয়ার তরফে সামনে আনা হয়েছে বুথ ফেরত সমীক্ষা। আমরা নির্বাচনের আগেই বিভিন্ন পর্যায়ে ওপিনিয়ন পোলের মাধ্যমে মহারাষ্ট্রের মানুষ কি ভাবছেন এবং তার পরিপ্রেক্ষিতে সেই রাজ্যের সামগ্রিক ছবি কি দাঁড়াতে পারে – তার একটা আভাস তুলে আনার চেষ্টা করেছিলাম। আর ভোটগ্রহণ পর্ব মিটতেই আমাদের দেওয়া প্রতিশ্রুতি মত আপনাদের জন্য নিয়ে এসেছি এক্সিট পোল।

আমাদের সমীক্ষক দল মহারাষ্ট্রের ২৮৮ ও হরিয়ানার ৯০ বিধানসভা আসন ঘুরে কোন দলের ঝুলিতে কত আসন যেতে পারে তার একটা আভাস তুলে আনার চেষ্টা করেছে। এমনকি, এই দুই রাজ্যের প্রতিটি বিধানসভা আসনের মধ্যে কোথায় কে জয়ী হতে পারে – সেই তথ্যও তুলে আনার চেষ্টা করা হয়েছে। এর আগেই রাজ্যভিত্তিক সামগ্রিক সাম্ভাব্য এক্সিট পোল প্রকাশ করা হয়েছে, এবার আসন ধরে ধরে কোন রাজ্যে কোন দলের দখলে কত আসন যেতে পারে তার আভাস এখানে তুলে ধরা হল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মহারাষ্ট্রের ২৮৮ টি ও হরিয়ানার ৯০ টি আসনের প্রতিটি আসনের কে কোথায় জয়ী হতে পারে – তার খুঁটিনাটি, যা আমাদের সমীক্ষক দল তুলে এনেছে তা প্রকাশ করা হচ্ছে। এই বুথ ফেরত সমীক্ষা, বিকেল ৪:৩০ পর্যন্ত সংগৃহিত তথ্যের উপর ভিত্তি করে প্রকাশ করা হল। প্রথমেই হরিয়ানার বিস্তারিত সাম্ভাব্য ফলাফল –

মোট আসন – ৯০
সংখ্যাগরিষ্ঠতা – ৪৬
বিজেপির সাম্ভাব্য আসন – ৮৪
কংগ্রেসের সাম্ভাব্য আসন – ৬
অন্যান্যদের সাম্ভাব্য আসন – ০

আসন ভিত্তিক সাম্ভাব্য ফলাফল –
১. পঞ্চকুলা (২ আসন)
কালকা – বিজেপি
পঞ্চকুলা – বিজেপি

২. আম্বালা (৪ আসন)
নারিয়ানগড় – বিজেপি
আম্বালা ক্যান্টনমেন্ট – বিজেপি
আম্বালা সিটি – বিজেপি
মুল্লানা – বিজেপি

৩. যমুনানগর (৪ আসন)
সাধাউড়া – বিজেপি
জগধারী – বিজেপি
যমুনানগর – বিজেপি
রাদাউর – বিজেপি

৪. কুরুক্ষেত্র (৪ আসন)
লাদওয়া – বিজেপি
শাহবাদ – বিজেপি
থানেসার – বিজেপি
পেহওয়া – বিজেপি

৫. কৈঠাল (৪ আসন)
গুহলা – বিজেপি
কলাইয়াত – বিজেপি
কৈঠাল – বিজেপি
পুন্ডরী – বিজেপি

৬. কারনাল (৫ আসন)
নীলোখেড়ি – বিজেপি
ইন্দ্রি – বিজেপি
কারনাল – বিজেপি
ঘরাউন্ডা – বিজেপি
আস্সান্ধ – বিজেপি

৭. পানিপথ (৪ আসন)
পানিপথ রুরাল – বিজেপি
পানিপথ সিটি – বিজেপি
ইসরানা – বিজেপি
সমলখা – বিজেপি

৮. সোনিপত (৬ আসন)
গানাউর – বিজেপি
রাই – বিজেপি
খরখোড়া – কংগ্রেস
সোনিপত – বিজেপি
গোহানা – বিজেপি
বরোদা – বিজেপি

৯. ঝিন্দ (৫ আসন)
ঝুলনা – বিজেপি
সাফিদো – বিজেপি
ঝিন্দ – বিজেপি
উছনা কালান – বিজেপি
নরওয়ানা – বিজেপি

১০. ফাতেহাবাদ (৩ আসন)
তোহানা – বিজেপি
ফাতেহাবাদ – বিজেপি
রাতিয়া – বিজেপি

১১. সির্সা (৫ আসন)
কালানওয়ালি – বিজেপি
ডাবওয়ালি – বিজেপি
রানিয়া – বিজেপি
সির্সা – বিজেপি
এলেনাবাদ – বিজেপি

১২. হিসার (৭ আসন)
আদমপুর – বিজেপি
উকলানা – বিজেপি
নর্নাউন্দ – বিজেপি
হংসী – বিজেপি
বারওয়ালা – বিজেপি
হিসার – বিজেপি
নালওয়া – বিজেপি

১৩. ভিওয়ানি (৬ আসন)
লোহারু – বিজেপি
বাধরা – বিজেপি
দাদরি – বিজেপি
ভিওয়ানি – বিজেপি
তোশাম – বিজেপি
বাওয়ানি খেড়া – বিজেপি

১৪. রোহতাক (৪ আসন)
মেহেম – কংগ্রেস
গাড়িসাম্পলা কিলোই – কংগ্রেস
রোহতাক – বিজেপি
কালানউর – বিজেপি

১৫. ঝাঁঝর (৪ আসন)
বাহাদুরগড় – বিজেপি
বাদলি – বিজেপি
ঝাঁঝর – কংগ্রেস
বেড়ি – কংগ্রেস

১৬. মহেন্দ্রগড় (৪ আসন)
আতেলী – বিজেপি
মহেন্দ্রগড় – বিজেপি
নরনাউল – বিজেপি
নাঙ্গলচৌধুরী – বিজেপি

১৭. রেওয়ারি (৩ আসন)
বাওয়াল – বিজেপি
কোসলি – বিজেপি
রেওয়ারি – বিজেপি

১৮. গুরগাঁও (৪ আসন)
পতৌদি – বিজেপি
বাদশাপুর – বিজেপি
গুরগাঁও – বিজেপি
সোহানা – বিজেপি

১৯. মেওয়াট (৩ আসন)
নূহ – বিজেপি
ফিরোজপুর ঝিরকা – বিজেপি
পুনহানা – কংগ্রেস

২০. পালওয়াল (৩ আসন)
হাথিন – বিজেপি
হোড়াল – বিজেপি
পালওয়াল – বিজেপি

২১. ফরিদাবাদ (৬ আসন)
পৃথলা – বিজেপি
ফরিদাবাদ এনআইটি – বিজেপি
বধকাল – বিজেপি
বল্লবগড় – বিজেপি
ফরিদাবাদ – বিজেপি
তিগাঁও – বিজেপি

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!