এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নিষ্ঠুরতার কোনও সীমা নেই! উন্নাও নিয়ে বুক ফাটা হাহাকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিষ্ঠুরতার কোনও সীমা নেই! উন্নাও নিয়ে বুক ফাটা হাহাকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের


গত জুলাই মাসে দেশবাসীকে নাড়িয়ে দিয়েছিল আর একটি নরকীয় ঘটনা। উত্তরপ্রদেশে একটি ধর্ষণ মামলার সূত্রে অভিযোগকারিণীকে পুড়িয়ে দেয় ধর্ষণকারীরা। এই ঘটনা সামনে আসার পরেই সারা দেশবাসী তুমুল ক্ষোভে ফেটে পড়ে। ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের উন্নাওতে। যদিও এখনো পর্যন্ত উন্নাওয়ের অপরাধীদের কোনো শাস্তি হয়নি। অন্যদিকে, অভিযোগকারিণী অর্থাৎ নির্যাতিতা মারা গেলেন শুক্রবার রাত 11 টা 40 মিনিটে। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে দিল্লীর সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানেই এদিন মৃত্যু হয় তাঁর। নতুন করে উন্নাউয়ের নির্যাতিতার মৃত্যুর ঘটনায় এদিন সোশ্যাল মিডিয়া থেকে দেশের সর্বোচ্চ সংবাদমাধ্যমে আমজনতার ক্ষোভ ফুটে বেরিয়ে এসেছে।

বেশ কিছুদিন ধরেই অগ্নিদগ্ধ অবস্থায় প্রাণপণ লড়াই করার পর দিল্লির হাসপাতালে এদিন উন্নাওয়ের নির্যাতিতার সমস্ত লড়াই থেমে যায়। এদিন সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নাউয়ের নির্যাতিতার মৃত্যু প্রসঙ্গে লেখেন “নিষ্ঠুরতার কোনো সীমা নেই।” প্রসঙ্গত গত মার্চ মাসে 5 জন মিলে ধর্ষণ করে 23 বছরের তরুণীকে। অভিযোগ পেয়ে পুলিশ গ্রেপ্তার করে ৩ অভিযুক্তকে। বাকি দুজন ফেরার হয়ে যায়। মামলা চলাকালীন গত সপ্তাহেই জামিনে ছাড়া পেয়ে যায় অভিযুক্তরা। এরপর বৃহস্পতিবার যখন ধর্ষণের মামলার শুনানির জন্য আদালতে যাচ্ছিলেন তরুণী, সে সময় তাঁকে ঘিরে ধরে 5 অভিযুক্ত পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়।

গতকালই মুখ্যমন্ত্রী তেলেঙ্গানা পুলিশের এনকাউন্টার এর ঘটনা প্রসঙ্গে বলেছিলেন “এই ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে দ্রুত চার্জশিট দিতে হবে। যত দ্রুত সম্ভব। তিন থেকে ১০ দিনের মধ্যে। কাগজপত্র জোগাড় করতে হবে।” এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন কোনো ধর্ষণের ঘটনায় যদি পুলিশি গাফিলতি দেখা যায় তাহলে কড়া পদক্ষেপ নেবে সরকার। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ”এটা জরুরি অবস্থা হিসেবে দেখতে হবে। যে করবে না, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দিনের পর দিন মহিলাদের ওপর নারকীয় অত্যাচার বেড়েই চলেছে। আর এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ”আমি কোনও মহিলার উপর অত্যাচার সহ্য করি না। হায়দরাবাদ ও উন্নাওয়ের ঘটনা আমাকে নাড়া দিয়েছে। উন্নাওয়ের কেসটা জানত সবাই। তার পরেও কী ভাবে তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা হল।” অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের একটি ধর্ষণকাণ্ডে 72 ঘণ্টার মধ্যে চার্জশিট পেশ করেছে পুলিশ। এই উদাহরণ টেনে নিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিক্রিয়ায়। তিনি বলেন ”আমরা সরকারে আসার পর দক্ষিণ দিনাজপুরে ধর্ষণকাণ্ডে তিন দিনে চার্জশিট দিয়েছিলাম।”

এদিন উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যুর ঘটনা প্রসঙ্গে জানা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার এই মেয়েটিকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল। দিয়েছিল তাঁর দুই ধর্ষকসহ 5 দুষ্কৃতী। সেদিন উন্নাও দেখেছিল জ্বলন্ত অবস্থায় এক তরুণী রাস্তা দিয়ে আর্তচিৎকার করতে করতে ছুটে যাচ্ছেন। এদিন উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে প্রবল বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কারণ এখনো পর্যন্ত উন্নাওয়ের অপরাধীরা পুলিশের হাতে ধরা পড়েনি। এবং এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে এক বিধায়কের ছেলেও আছে। তবে এবার উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যু পুলিশি কার্যকারিতাকে ত্বরান্বিত করে কিনা, সেদিকে নজর রাখবে রাজ্যের আপামর জনগণ।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!