এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার কি বঙ্গ বিজেপিতে দিলীপ বনাম রাহুল দ্বন্দ্ব শুরু? রাখির দিনের পদক্ষেপ ঘিরে জল্পনা তুঙ্গে

এবার কি বঙ্গ বিজেপিতে দিলীপ বনাম রাহুল দ্বন্দ্ব শুরু? রাখির দিনের পদক্ষেপ ঘিরে জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি পশ্চিমবঙ্গে করোনার পরিস্থিতি দিন দিন জটিল থেকে জটিলতর হয়ে উঠলেও, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েই পশ্চিমবঙ্গের শাসকদল সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি আগামী বছরের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। আগামী নির্বাচনে জয়লাভের উদ্দেশ্য নিয়ে দলীয় সংগঠন মজবুত করতে নেমে পড়েছে সব রাজনৈতিক দলই। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও এই পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে নেই, আগামী নির্বাচনের রূপরেখা নির্মাণে একের পর এক বৈঠক তাঁরা ইতিমধ্যেই সেরে ফেলেছেন।

দলের সংগঠন তথা ভিত্তি মজবুত করতে প্রয়োজনীয় একাধিক পদক্ষেপ নিতেও শুরু করে দিয়েছেন তাঁরা। কিন্তু এরমধ্যেই অশনি সংকেতের মতো বারবার প্রকাশ্যে এসে পড়ছে বিজেপি দলের অন্তর্দ্বন্দ্ব তথা মতভেদের বিষয়টি। যার ফলে স্থানে স্থানে আলগা হয়ে পড়ছে দলের বাঁধন।  সম্প্রতি দিল্লির বৈঠকে মুকুল রায়, দিলীপ ঘোষ এর মতান্তরের কথা শোনা গিয়েছিল, এবার সেই তালিকায় নতুন ভাবে সংযোজিত হল বিজেপির বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্যের প্রাক্তন সভাপতি রাহুল সিনহার পারস্পরিক দ্বন্দ্ব চিত্র।

সংবাদসূত্রে জানা গেছে যে, গতকাল বিজেপির পার্টি অফিসে আয়োজিত হয়েছিল রাখিবন্ধন উৎসব। করোনার পরিস্থিতিতে এই উৎসব পালন করা কতটা যুক্তিযুক্ত বা সম্ভবপর হবে, যা নিয়ে সংশয় ছিল অনেকের মনেই। তবে শেষ পর্যন্ত সমস্ত দ্বিধা- দ্বন্দ্ব দূর করে আয়োজন করা হয় উৎসবের। সংবাদসূত্রে জানা গেছে, এ দিন এই উৎসব উপলক্ষে দুপুরে মুরলীধন সেন লেনের সদর দপ্তরে অফিসে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, রাহুল সিনহা সহ বেশকিছু রাজ্য বিজেপি নেতৃত্ব। আর তাঁদের রাখি পরাতে পার্টি অফিসে যান রাজ্য বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। শুধু রাখিই নয়, রাখির সঙ্গে রাখা হয়েছিল চমকপ্রদ উপহার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অবশেষে, শুরু হয় আনন্দময়, সম্প্রীতির উৎসব। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্বের বিধি পরিপূর্ণভাবে মান্য করে মহিলা মোর্চার সদস্যরা রাখি পড়ান সভাপতি দিলীপ ঘোষ কে। জানা গেছে, দিলীপ বাবু ও রাহুল বাবুর ছবি দেওয়া বিরাট আকারের দুটি রাখি এদিন এনেছিলেন বিজেপির জনৈক কর্মী নারায়ণ চট্টোপাধ্যায়। তারপর দিলীপ বাবুকে তাঁর ছবিদেওয়া রাখিটি পরিয়ে দেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। রাহুল বাবুকেও তাঁর ছবি দেওয়া রাখি পরানোর কথা ছিল। কিন্তু অকস্মাৎ সমস্ত আনন্দ, উৎসবের তালভঙ্গ করে রাখিটি না পরেই মুরলীধন সেন লেনের সদর দপ্তরের অফিস থেকে বেরিয়ে যান রাহুল বাবু।

রাহুল বাবুর এই চলে যাবার প্রেক্ষিতে নাকি রাহুল অভিমান কাজ করেছিল। আসলে দিলীপ বাবুকে নিয়ে বিজেপির মহিলা মোর্চার সদস্যদের বেশিমাত্রায় উৎসাহ, উদ্দীপনা পছন্দ হয় নি রাহুল বাবুর। পরে অবশ্য রাহুলবাবুর জন্য আনা বিশেষ রাখিটি তাঁকে শেষপর্যন্ত পরাতে পেরেছেন নারায়ণ চট্টোপাধ্যায়। এমনটাই বিজেপির অন্দরের সূত্রে জানা গেছে।রাখীবন্ধন উৎসবের মাঝে রাহুল বাবুর এরকম অকস্মাৎ পার্টি অফিস ত্যাগ বিষয়টি নিয়ে শুরু হয় চাপান উতোর। যদিও রাহুল বাবু তাঁর প্রস্থানের বিষয়ে কিছুই জানান নি।

আর আজ সকালে এ ব্যাপারে সাংবাদিকেরা দিলীপ বাবুকে প্রশ্ন করলে, তার উত্তরে দিলীপ বাবু জানিয়েছেন, বিজেপি দলের মধ্যে কোন অন্তর্দন্দ্ব নেই, তাঁদের উদ্দেশ্য মহান বলেই সেখানে স্থান নেই বিভেদের। এ বিষয়ে তিনি পরোক্ষভাবে শাসকদলকেই কটাক্ষ করেন, বলেন, ” যাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব আছে, তারাই বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব দেখতে পান।” কিন্তু, গতকাল পার্টি অফিস থেকে রাহুল বাবুর এরকম অকস্মাৎ প্রস্থান কিন্তু মোটেই ভালো লক্ষন নয় বলে মনে করছেন রাজনৈতিক মহল। এ প্রসঙ্গে রাজনৈতিক মহলের দাবি, সম্প্রতি রাজ্য বিজেপির অন্দরে দিলীপ ঘোষের প্রাধান্যের বিষয়টি কিন্তু মোটেই ভালোভাবে দেখছেন না রাহুল বাবু। রাহুল বাবুর পার্টি অফিস ত্যাগ সেদিকেই কিন্তু আঙ্গুলি নির্দেশ করছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!