এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি সাংসদের গাড়ি থেকে উদ্ধার অপরাধী- শাসকদলের চক্রান্তকেই মানছেন বিরোধীরা

বিজেপি সাংসদের গাড়ি থেকে উদ্ধার অপরাধী- শাসকদলের চক্রান্তকেই মানছেন বিরোধীরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই রাজ্যের শাসক দল এবং বিরোধী দল বিজেপির মধ্যে টানাপোড়েন বাড়ছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি বিজেপি সাংসদের গাড়ি থামিয়ে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোড়ন। এই ঘটনায় বিজেপির নেতা কর্মীরা তুমুল ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ রীতিমতো কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের শাসক দল তৃণমূলকে।

প্রতিটি ঘটনার হিসেব যে বিজেপি কড়ায়-গন্ডায় উশুল করে নেবে সে ব্যাপারে সতর্ক করেন মমতা সরকারকে দিলীপ ঘোষ এদিন। পাশাপাশি এদিন দিলীপ ঘোষ রাজ্য রাজ্যপাল সংঘাত প্রসঙ্গেও তৃণমূল সরকারকে রীতিমতন কোণঠাসা করেন বলে জানা গেছে। সম্প্রতি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর গাড়ি থেকে গ্রেপ্তার হয় বিট্টু জয়সওয়াল নামে এক বিজেপি কর্মী। আর তাই নিয়ে শুরু হয়ে যায় ধুন্ধুমার কাণ্ড। ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেলে।

ব্যারাকপুরে চিড়িয়ামোরে ব্যারাকপুর কমিশনারেট এর যুগ্ম পুলিশ কমিশনার অজয় ঠাকুরের নেতৃত্বে পুলিশ অর্জুন সিং এর গাড়ি আটকায় বলে জানা গেছে। এবং অর্জুন সিং এর গাড়ি তল্লাশি করে তাঁর গাড়ি থেকে বিট্টু জয়সওয়াল নামে এক বিজেপি কর্মীকে টেনে হিঁচড়ে বার করে কর্তব্যরত পুলিশ। এরপরে হাত ছাড়িয়ে ঐ বিজেপি কর্মী পালানোর চেষ্টা করলে তাঁকে রীতিমতো পাঁজাকোলা করে পুলিশের গাড়িতে তোলা হয়। আর এর পরেই পুলিশের এই ব্যবহারের বিরুদ্ধে সাংসদ অর্জুন সিং চিড়িয়ামোরে ধর্নায় বসেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে কিছু সময় পর বিট্টু জয়সওয়ালের গ্রেপ্তারের নথি হাতে পেয়ে সাংসদ অর্জুন সিং ধর্না তোলেন বলে জানা গেছে। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি সাংবাদিক বৈঠকে বসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সাংবাদিকদের সামনে তৃণমূল সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে এদিন বিজেপি সভাপতি বলেন, অর্জুন সিং যেহেতু তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন তাই তাঁকে প্রতিনিয়ত হেনস্থা করছে সরকার। আর সে কারণেই তাঁর গাড়ি আটকে অপরাধীদের মতন তল্লাশি চালানো হয়েছে।

এবং সেই সূত্রেই মনে করা হচ্ছে, তিনি তৃণমূল সরকারকে হুঁশিয়ারি দেন হিসাব নেওয়ার কথা বলে। অন্যদিকে রাজ্য এবং রাজ্যপাল বিরোধিতা প্রসঙ্গেও এদিন রাজ্য বিজেপি সভাপতি বলেন, রাজ্য সরকার প্রথম থেকেই রাজ্যপাল জগদীপ ধনকরের বিরোধিতা করে আসছে। সে ক্ষেত্রে রাজ্যপালের বক্তব্য শোনার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেনি তৃণমূল সরকার। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সাংসদের গাড়ি থেকে অপরাধী গ্রেপ্তার হওয়ার ঘটনায় বিজেপি শিবিরকে যে কিছুটা অস্বস্তির মুখে পড়তে হচ্ছে সে কথা স্পষ্ট।

এ প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশের মতে, সাংসদের গাড়ি থেকে পুলিশ যেভাবে অপরাধী চিহ্নিত করেছে তা নিয়ে আগামী দিনে শাসক এবং বিরোধী দলের বিরোধিতা আরো কয়েক ধাপ এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তবে এই ঘটনা এমন সময় ঘটল যখন বিজেপি শিবির এই রাজ্যের মসনদ দখলের লড়াইকেই পাখির চোখ করে এগোচ্ছে। তাই শাসকদলের চক্রান্তের যুক্তিকেও মেনে নিচ্ছেন কেউ কেউ। আপাতত এই ঘটনার রেশ কোনদিকে এগোয়, এখন সেদিকেই নজর থাকবে সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!