এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘কৃষক বন্ধু’ হওয়ার মুখ্যমন্ত্রীর স্বপ্নকে আরও বেশ কয়েকধাপ এগিয়ে দিলেন মন্ত্রী অরূপ

‘কৃষক বন্ধু’ হওয়ার মুখ্যমন্ত্রীর স্বপ্নকে আরও বেশ কয়েকধাপ এগিয়ে দিলেন মন্ত্রী অরূপ


শনিবার হাওড়ার শরত্‍ সদনে এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি (আত্মা) এর ‘কৃষকের আয় সুনির্দিষ্টকরণে তথ্য প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে আত্মা প্রকল্পের ভূমিকা’ বিষয়ে এক সেমিনারে যোগ দিয়ে বাংলার কৃষকদের বর্তমান অবস্থা ও কৃষিতে সরকারের সাফল্যের চিত্র তুলে ধরলেন রাজ্যের প্রাক্তন কৃষি বিপণন মন্ত্রী তথা বর্তমান সমবায় মন্ত্রী অরূপ রায়। মঞ্চে অরূপ বাবু তাঁর ভাষণে বললেন , ”আগামী দিনে কৃষিতে আরও উন্নয়ন হবে। এখনও যেসব ঘাটতি রয়েছে সেগুলি পূরণের মাধ্যমে খুব শীঘ্র সফল হব আমরা।আমরা চারবার কৃষি কর্মন পুরস্কার পেয়েছি। কৃষকদের জন্যে আমরা রাজ্যের বিভিন্ন ব্লকে কৃষক বাজার তৈরি করেছি। কৃষকদের কাছ থেকে সরাসরি ফসল কিনে বাজারে সুলভে বিক্রি করা হচ্ছে। কৃষকরা যাতে উত্‍পাদিত শস্যের ন্যায্য মূল্য পায় তার ব্যবস্থা করা হয়েছে। সুফল বাংলা প্রকল্পে আজ তারা উপকৃত হচ্ছেন। রায়গঞ্জের তুলাইপঞ্জি চাল ও বর্ধমানের গোবিন্দভোগ চাল আজ বিদেশেও রপ্তানি হচ্ছে।বর্তমান সমবায় দফতরের মাধ্যমে প্রায় ছয় হাজার কৃষি সমবায় উন্নয়ন সমিতির সহায়তায় কৃষকরা ৭ শতাংশ সুদে চাষের জন্য ঋণ পাচ্ছেন। সময়মতো তা শোধ দিলে বাড়তি সুবিধা পাচ্ছেন কৃষকরা। সমবায় সমিতিগুলি কৃষকদের পাশে থেকে কাজ করছে। সুফলা প্রকল্প চালু হয়েছে। কৃষকদের যন্ত্রপাতি সরবরাহ করা, তাদের পরামর্শ দেওয়া হচ্ছে। বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেসব কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া থেকে শুরু করে বাড়ি তৈরি করে দেওয়ার কাজ বাংলার সরকার করছে।” এই সেমিনারে মন্ত্রী অরূপ রায় ছাড়াও উপস্থিত ছিলেন সরকারের কৃষি উপদেষ্টা প্রদীপ কুমার মজুমদার, সমিতির ডিরেক্টর মানস ঘোষ, যুগ্ম কৃষি অধিকর্তা (বিশ্ব বাঙলা প্রজেক্ট) মুরারি যাদব,উপ কৃষি অধিকর্তা(প্রশাসন) বিকাশ চন্দ্র বিশ্বাস, সহকারী কৃষি অধিকর্তা(মুখ্য ভবন) স্বরূপ চৌধুরী, সহ কৃষি অধিকর্তা(শস্য সুরক্ষা) দীপঙ্কর দাস, হাওড়ার সহ কৃষি অধিকর্তা অনির্বাণ রায় সহ সাটসা-র সাধারণ সম্পাদক গৌতম ভৌমিক প্রমুখ সরকারি উচ্চ পদস্থ কর্মচারী । আত্মার হাওড়া শাখার সম্পাদক অভিষেক চট্টোপাধ্যায় বললেন, “এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে সারা বাংলার দু’শো প্রগতিশীল কৃষকের হাতে সংস্থার পক্ষ থেকে গ্রিন ক্রাউন পুরস্কার ও আর্থিক মূল্য তুলে দেওয়া হয়।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!