এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > দুর্নীতিতে নাম জড়িয়ে গেল মোদীর মন্ত্রীর, অস্বস্তিতে অনেক ‘তারকা’ নামও

দুর্নীতিতে নাম জড়িয়ে গেল মোদীর মন্ত্রীর, অস্বস্তিতে অনেক ‘তারকা’ নামও


স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন দেওয়ার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদীর সরকার এবং এখনো পর্যন্ত অনেক বিতর্ক হলেও আর্থিক দুর্নীতির ছাপ লাগে নি সরাসরি সরকারের গায়ে। কিন্তু কিছুদিন আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের ছেলের নাম জড়িয়ে যায় এরকমই এক আর্থিক দুর্নীতিতে, কিন্তু যেহেতু অমিত শাহ নিজে সরাসরি মন্ত্রিসভার অঙ্গ নন, তাই সরকার ছিল তখন পর্যন্ত কালিমাহীন, কিন্তু এবার সরাসরি কর ফাঁকি ও আর্থিক দুর্নীতিতে নাম জড়িয়ে গেল মোদী মন্ত্রীসভার এক সদস্যের, তিনি হলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জয়ন্ত সিনহা। এছাড়াও আরেক বিজেপি রাজ্যসভার সাংসদ রবীন্দ্র কিশোর সিনহার নামও রয়েছে এই কেলেঙ্কারিতে। নাম জড়িয়েছে বহু হেভিওয়েটেরই। এঁরা হলেন, বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, অন্ধ্রপ্রদেশের বিরোধী দলনেতা ওয়াইএস জগনমোহন রেড্ডি, লিকার ব্যারন বিজয় মালিয়া, সঞ্জয় দত্তর স্ত্রী নম্রতা দত্ত, কংগ্রেসের সচিন পাইলট এবং কার্তি চিদম্বরম।
অ্যাপলবাই নামে একটি সংস্থার অধীনে থাকা প্যারাডাইস পেপার্স অফশোর বিনিয়োগের লক্ষ লক্ষ নথি ফাঁস করেছে। সেই আর্থিক কেলেঙ্কারির ঘটনাই এখন প্যারাডাইস পেপার্স নামে খ্যাত হয়েছে। আর এই ‘পৃথিবী বিখ্যাত’ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে উপরক্ত ব্যক্তিদের। কর ফাঁকি বিষয়ে এইসব নথি প্রকাশিত হওয়ায় ভারত তো বটেই পুরো বিশ্ব কেঁপে গেছে। মোট ৭১৪ জন ভারতীয়দের নাম এই কেলেঙ্কারিতে জড়িয়ে গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!