দিলীপ ঘোষের মন্তব্যে নতুন করে বিতর্ক মুকুল রায়কে নিয়ে বিশেষ খবর রাজ্য November 6, 2017 বিজেপি-র রাজ্য দফতরে আজ আসবেন মুকুল রায়।বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সেকথা জানিয়েছিলেন, তাঁর হাতেই হওয়ার কথা মুকুল-বরণ।তবে হটাৎ কি এমন হলো যে মুকুল বরণের প্রাক্কালে সভাপতি দিলীপ ঘোষ বিতর্কিত মন্তব্য করে বসলেন? তিনি বলেন, বাড়িতে ডাল, ভাত রান্না হয়। সঙ্গে চাটনি থাকলে আমরা খুশি হই। তবে চাটনি খেয়ে কেউ বাঁচে না। ডাল ভাতের ব্যবস্থা আমাদের আছে। যদি চাটনি বা পায়েস হয়ে যায়, খারাপ কী? তার (মুকুল বাবুর বিজেপিতে যোগদান) বেশি কিছু নয়। হটাৎ করে কি এমন হলো দুদিন আগেও যাকে নিয়ে দিলীপ ঘোষ এতটা উচ্ছাসিত হয়েছিলেন তাকে হটাৎ করে ‘চাটনি’ বলে আখ্যায়িত করলেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে গোটা রাজনৈতিক মহলে। তবে কি কোথাও দূরত্ত্ব তৈরি হচ্ছে? ভবিষ্যতের গর্ভেই রয়েছে এই সমস্ত জল্পনার উত্তর। আপনার মতামত জানান -