এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ভরা আষাঢ়েও বর্ষায় লাগাম ! মেঘলা আকাশ, জেনে দিন কলকাতা সহ আবহাওয়ার পূর্বভাস !

ভরা আষাঢ়েও বর্ষায় লাগাম ! মেঘলা আকাশ, জেনে দিন কলকাতা সহ আবহাওয়ার পূর্বভাস !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- চলছে ভরা আষাঢ মাস তাও আবার কেটে গেছে আষাঢ় মাসের সিংহভাগ তবুও রাজ্যের দঃবঙ্গে দেখা মিলছেনা মুষলধারে বর্ষার । রাজ্যের উত্তর অংশে নিয়মনুসারে বেশ বৃষ্টিপাত হলেও দক্ষিণ অংশে সেভাবে বৃষ্টির দেখা নেই ফলে সঙ্গে রয়েছে ভ্যাপসা গরম।হিসেব মতে বাংলায় এখন ঘোর বর্ষাকাল তবে একটানা বৃষ্টির দেখা মিলছে না । দক্ষিণের জেলা গুলিতে মৌসুমী বায়ুর দুর্বল হওয়ায় ভরা বর্ষাতেও ভারী বৃষ্টি থেকে বঞ্চিত  হেচ্ছে  বলে মনে করছেন আভাওয়া বিষেষজ্ঞরা ।

তবে আজ সপ্তাহের প্রথম দিন শহর কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে সেই সাথে  বজ্রবিদ্যুত্‍ সহ কয়েক পশলা বৃষ্টিও হতে পারে এমনটা জানাচ্ছে হাওয়া অফিস । সেই সাথে আরো জানা যাচ্ছে যে দক্ষিণ ওড়িশা উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে তবে দক্ষিণ ওড়িশা উপকূলে যে নিম্নচাপ তৈরি হয়েছে তার প্রভাব সরাসরি বাংলায় পড়বে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে রাজ্যের আবহাওয়ার কোন দিকে মোর নেয় সেদিকে জনর থাকবে সকলের । 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!