এখন পড়ছেন
হোম > জাতীয় > রাহুল গান্ধী কি ক্রমশ গুরুত্ত্বপূর্ণ হয়ে উঠছে বিজেপির কাছে, অমিত শাহের মন্তব্যে জল্পনা

রাহুল গান্ধী কি ক্রমশ গুরুত্ত্বপূর্ণ হয়ে উঠছে বিজেপির কাছে, অমিত শাহের মন্তব্যে জল্পনা


রবিবার ছত্তিশগড়ের অম্বিকাপুর শহরে সুরগুজা এলাকায় নির্বাচনী প্রচার সভায় উপস্থিত হয়েছিলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ । সেখানে এদিন প্রকাশ্য জনসভা মঞ্চ থেকে অমিত শাহ তাঁর ভাষণে চুড়ান্ত সমালোচনা করলেন কংগ্রেস দল সহ গান্ধী পরবিবারকে। অমিত শাহ বললেন, “রাহুল গান্ধী জানতে চাইছেন যে নরেন্দ্র মোদী গত চার বছরে কী কাজ করেছেন? আমি তাঁকে বলতে চাই যে আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে আমরা বাধ্য নই। জনগণ আমাদের ক্ষমতায় থাকার অধিকার দিয়েছে।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

শুধু তাই নয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীওকে উদ্দেশ্য করে এই বিজেপি নেতা আরোও বললেন , “আপনি আমাদের কাছে শেষ চার বছরের হিসেব চাইছেন? দেশবাসী আপনাদের চার প্রজন্মের হিসেব চাইছে। সেই সময় কেন কোনও উন্নয়ন হয়নি?” কেন্দ্রীয় সরকার দেশের দরিদ্র এবং অনুন্নত এলাকার উন্নয়নের জন্য কাজ করছে দাবি করে সীমান্তে নিরাপত্তা প্রসঙ্গে পূর্ববর্তী সরকারের তুলনায় বিজেপি সরকার কতটা এগিয়ে তাঁর ব্যাখ্যা করলেন অমিত শাহ। তিনি বললেন, “গত চার বছরে মোদী সরকার দেশের সীমান্তগুলিকে সুরক্ষিত করেছে। আগে পাক সেনারা দিবারাত্র হামলা চালাত। আমাদের সরকার আসার পরে জওয়ানেরা সীমানা পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে জয়ের সঙ্গে দেশে ফিরে এসেছে।” উল্লেখ্য আসন্ন লোকসভা নির্বাচনের আগে চলতি বছরে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনে দলের সংগঠন সহ নেতা কর্মীদের পারস্পরিক সংযোগ পুনরুজ্জেবনী মরিয়া গেরুয়া শিবির। অমিত শাহের মন্তব্যে জল্পনা রাজনৈতিকমহলেও কেননা তাদের দাবি যে যে রাহুল গান্ধীকে কোনো দিন ধর্তব্যের মধ্যেই আনেনি বিজেপি। তাঁর এক চলে হাতে এসেও চলে গেছে কর্ণাটক। তাই কি রাহুলকে মুখে হেয় করলেও ভেতরে ভেতরে গুরুত্ব দিচ্ছে বিজেপি ?কংগ্রেসের দাবি রাহুল গান্ধী ক্রমশ গুরুত্ত্বপূর্ণ হয়ে উঠছে বিজেপির কাছে । তাদের যুক্তি যদি রাহুল গান্ধী-র কোনো গুরুত্বই না থাকে তবে তাঁর প্রসঙ্গ তুলছেনকেন অমিত শাহ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!