এখন পড়ছেন
হোম > জাতীয় > নোট বাতিলের পর টাকার পরিমাণ নিয়ে বিস্ফোরক তথ্য দিলো আরবিআই

নোট বাতিলের পর টাকার পরিমাণ নিয়ে বিস্ফোরক তথ্য দিলো আরবিআই


সম্প্রতি আরবিআই’র এক সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হলো। যা দেখে চোখ কপালে উঠতে পারে যে কারোরই। জানা যাচ্ছে দৃষ্টান্তমূলকভাবেই দেশের সাধারণ মানুষের কাছে থাকা টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। নোট বন্দীর সময়ে সাধারণ মানুষের কাছে টাকার পরিমান ছিলো ৭.৮ লক্ষ টাকা বর্তমানে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৮.৫ লক্ষ টাকা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আবার বোট বন্দীর পরে অর্থাৎ ২০১৬ সালের শেষ পর্যায়ে ৮.৯ লক্ষ টাকা ছিলো বাজারে, এখন তা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৯.৩ লক্ষ টাকা। প্রসঙ্গত কয়েক মাস আগে দেশের বিভিন্ন প্রান্তে ‘ক্যাশ ক্রাঞ্চের যে অভিযোগ উঠছিল, তার সাথে আরবিআই’ র পেশ করা এই রিপোর্টে বিস্তর ফারাক রয়েছে। আরবিআই’র রিপোর্ট অনুসারে দেশের সাধারণ মানুষের হাতে রয়েছে বিপুল পরিমাণে নগদ অর্থ। কেন্দ্রীয় সরকারের নোট বন্দীর সিদ্ধান্ত গ্রহণের পরে রাতারাতি বাতিল হয়ে যায় পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট মিলিয়ে বাজারে থাকা ৮৬ শতাংশ নগদ টাকা। যদিও তার প্রায় ৯৯% টাকা সরকারের কাছে ফিরে আসে। রিজার্ভ ব্যাঙ্কের দেও্যা তথ্য অনুসারে মানুষ ১৫.২৮ লক্ষ কোটি টাকা ফিরিয়ে দিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!