এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পুজোর আবহে খোদ অমিত শাহের সঙ্গে বৈঠকে নিশীথ- অনন্ত! উত্তরবঙ্গের রাজনীতি হচ্ছে আরও জমজমাট?

পুজোর আবহে খোদ অমিত শাহের সঙ্গে বৈঠকে নিশীথ- অনন্ত! উত্তরবঙ্গের রাজনীতি হচ্ছে আরও জমজমাট?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এবার উত্তরবঙ্গের মাটিতে আরও বেশি করে নিজেদের ভিত শক্ত করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। আর তার আগে সুকৌশলে নারায়নী রেজিমেন্ট গঠন ইস্যুকে মাথাচাড়া দিয়ে তোলবার জন্য উদ্যোগী হল গেরুয়া শিবির। সূত্রের খবর, গত দূর্গাসপ্তমীর দিন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের অন্যতম নেতা অনন্ত মহারাজ। যেখানে উপস্থিত ছিলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। জানা গেছে, এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নারায়নী রেজিমেন্ট গঠনের দাবি জানিয়েছেন অনন্তবাবু।

প্রসঙ্গত উল্লেখ্য, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজ বেশ কদিন ধরেই অন্তরালে ছিলেন। সম্প্রতি কোচবিহারে তার যে প্রাসাদ রয়েছে, সেখানে অভিযান চালিয়েছিল পুলিশ। আর এর পরেই বিজেপির পক্ষ থেকে পুলিশের এই আচরণ নিয়ে সরব হতে দেখা যায়। আর এবার সেই অনন্ত মহারাজ সরাসরি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করায় নানা মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

তাহলে কি পুজোর আগে উত্তরবঙ্গের তৃণমূলকে আরো বেশি করে কোণঠাসা করতে অনন্ত মহারাজকে কাজে লাগাবে ভারতীয় জনতা পার্টি? আর তাই পুজোর মধ্যে কোচবিহারের বিজেপি সাংসদের সঙ্গে অনন্ত মহারাজ দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন! এখন তা নিয়ে বিভিন্ন মহলে তৈরি হয়েছে প্রশ্ন। যদি সত্যিই এই ঘটনা সত্যি হয়, তাহলে আগামীদিনে তৃণমূল কংগ্রেসের ঘুম উড়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কি আলোচনা হল? এদিন এই প্রসঙ্গে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক বলেন, “সপ্তমীর দিন অমিত শাহর বাসভবনে অনন্ত মহারাজের উপস্থিতিতে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমি ছিলাম, কৈলাস বিজয়বর্গীয় ছিলেন। অনন্ত মহারাজ, নারায়নী রেজিমেন্ট গঠন, রাজবংশী ভাষার স্বীকৃতি রাজবংশীদের ওপর নির্যাতন বন্ধ প্রভৃতি বিষয় নিয়ে স্মারকলিপি দিয়েছেন। কিভাবে এসব হতে পারে, তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সকাল থেকে মধ্যাহ্নভোজের আগের সময় পর্যন্ত এই আলোচনা হয়েছে।”

অন্যদিকে এই ব্যাপারে জেলা বিজেপি সভাপতি মালতী রাভা বলেন, “অমিত শাহের সঙ্গে অনন্ত মহারাজ এবং নিশীথ প্রামাণিকের উপস্থিতিতে একটি বৈঠক হয়েছে। শুনেছি নারায়নী রেজিমেন্ট নিয়েও আলোচনা হয়েছে। এটি আমাদের দীর্ঘদিনের দাবি। নির্বাচনের আগে সেটি ফলপ্রসূ হলে ভালো হবে।” সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগেই অমিত শাহের সঙ্গে এই বৈঠক আগামী দিনে কোন বার্তা বহন করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!