এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার বিদেশ সফরের নেপথ্যে বড়সড় রহস্য? আসল চালাকি ধরে ফেললেন শুভেন্দু!

মমতার বিদেশ সফরের নেপথ্যে বড়সড় রহস্য? আসল চালাকি ধরে ফেললেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিগত বাম সরকারের আমলে যখন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যরা বিদেশ সফরে যেতেন। তখন তাকে কত ভাবেই না কটাক্ষ করতেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলতেন, মুখ্যমন্ত্রীরা বিদেশ সফর করছেন কাজের জন্য নয়, বরঞ্চ ছুটি কাটানোর জন্য। তবে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ মুখ্যমন্ত্রী। বর্তমানে তিনি মাঝেমধ্যেই বিদেশ সফর করছেন। কিন্তু তা নিয়ে প্রশ্ন তুললেই বিরোধীরা হয়ে যাচ্ছে বঙ্গ বিরোধী। কিছুদিনের মধ্যেই আবার স্পেন সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে রাজ্যের মানুষ যখন লোডশেডিংয়ের অন্ধকারে ডুবে রয়েছেন, যখন রাজ্যে একাধিক বিষয়ে সমস্যা, তখন মুখ্যমন্ত্রীর এই বিদেশ সফর কেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিদেশ সফর নিয়ে তার চালাকি ধরে ফেললেন রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী।প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে একটি প্রশ্ন করা হয়।

যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী আমাদের ট্যাক্সের টাকায় বিদেশে ছুটি কাটাতে যাচ্ছেন। এর পেছনে অন্য কোনো কারণ নেই। ভাদ্র মাসের যা প্যাচপ্যাচে গরম, তার থেকে রক্ষা পেতে। ওখানে হয়তো গরম একটু কম রয়েছে। সেই কারণে ওখানকার আবহাওয়া উপভোগ করতে যাচ্ছেন। আর যেভাবে লোডশেডিং শুরু হয়েছে রাজ্যে, মুখ্যমন্ত্রী কয়লা দিতে পারছেন না তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে। সেই কারণে এই সমস্ত সমস্যা থেকে বাঁচতে তিনি বাইরে যাচ্ছেন ছুটি কাটাতে।”

অনেকে বলছেন, বিপদ থেকে পালিয়ে কিভাবে বাঁচতে হয়, তা হয়তো খুব ভালো মতোই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কাছে নাকি রাজ্যের মানুষের স্বার্থ আগে! রাজ্য বিপদে পড়লে তিনি নাকি সবার আগে ঝাঁপিয়ে পড়েন! কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য একাধিক সমস্যা যখন জর্জরিত, তখন বিদেশে চলে যাচ্ছেন। ফলে তার বিদেশ যাত্রা উদ্দেশ্য কি, তা একটা বড় প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

অনেকে আবার কটাক্ষ করে একথাও বলছেন, যখনই গরম পড়ে, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটি কারণ দেখিয়ে উত্তরবঙ্গে চলে যান এবং দার্জিলিঙে বিভিন্ন কাজের কারণ দেখিয়ে ছুটি কাটান। কলকাতার গরম তার সহ্য হয় না। তাই গ্রীষ্মের দাবদাহের মধ্যে তিনি বিভিন্ন কারনের অছিলায় দার্জিলিংয়ে পৌঁছে যান। তবে এবার যে দাবদাহ এবং যে লোডশেডিংয়ের যন্ত্রণা পোহাতে হচ্ছে রাজ্যবাসীকে, তাতে তা থেকে মুক্তি পেতে বিদেশ যাত্রার পথে মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর বক্তব্যের মধ্যে দিয়ে তেমনটাই উঠে এলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, শুভেন্দু অধিকারী খুব কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন। দীর্ঘদিন তার সঙ্গে একদলে ঘর করেছেন। কাজেই তিনি খুব ভালো করে জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় কখন কোন সিদ্ধান্ত নেন! তাই মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের আগেই তা নিয়ে মন্তব্য করে “স্পেনে গিয়ে ছুটি কাটানোর চেষ্টা” বলে কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তবে শুভেন্দুবাবুর এই বক্তব্য সত্যি হোক বা রসিকতা , জনতার মনে যে তা ব্যাপকভাবে প্রভাব ফেলবে, সেই ব্যাপারে দ্বিমত নেই ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!