এখন পড়ছেন
হোম > জাতীয় > চুরি, দুর্নীতিতে জেলযাত্রা নিশ্চিত মমতাদের? অন্ধকারে ইন্ডিয়া জোট! ভবিষ্যৎবাণী শুভেন্দুর!

চুরি, দুর্নীতিতে জেলযাত্রা নিশ্চিত মমতাদের? অন্ধকারে ইন্ডিয়া জোট! ভবিষ্যৎবাণী শুভেন্দুর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিজেপিকে আটকাতে দেশে বিরোধী নেতা নেত্রীদের প্রয়াসে তৈরি হয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। কে নেই সেই জোটে! লালুপ্রসাদ থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, ইয়েচুরি থেকে স্ট্যালিন, সকল বিরোধী নেতা নেত্রীরা, প্রত্যেকেই। কিন্তু এইসকল নেতা, নেত্রীদের মধ্যে এত মতপার্থক্য থাকার পরেও কেন তারা একত্রিত হলেন! কিভাবেই বা তা সম্ভব হলো! বিজেপির দাবি, দেশের উন্নতি আটকাতে হবে এবং নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখতে হবে। সেই কারণেই নিজস্ব শত্রুতা ভুলে একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন।

ইতিমধ্যেই বিরোধী জোটে থাকা একাধিক নেতা নেত্রীর বিরুদ্ধে দুর্নীতি নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। আর তাকেই হাতিয়ার করে ইন্ডিয়া জোটের নেতা নেত্রীদের ভবিষ্যত নিয়ে চিন্তা বাড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, ইডি, সিবিআই ডাকছে, সেই কারণে তাকে আটকাতে এরা এক জায়গায় আসছে।প্রসঙ্গত, ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের দু দিন ব্যাপী মুম্বইয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিরোধী জোট একত্রিত হলেও বাম – তৃনমূল – কংগ্রেস কি করে এক ছাতার তলায় আসবে, কিভাবে তারা মতাদর্শ ভুলে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, এটাই একটা বড় প্রশ্ন। তবে নিজস্ব স্বার্থ না থাকলে এত বড় ত্যাগ কি সম্ভব কারও পক্ষে!

স্বভাবতই সেই বিষয়ে আক্রমণ শানিয়ে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন, ইন্ডিয়া জোটে থাকা নেতা নেত্রীদের মধ্যে দুর্নীতি রয়েছে। তাই তারা তদন্তকারী সংস্থাকে আটকাতে একত্রিত হয়েছে। শুভেন্দু অধিকারী বলেন, “এরা সকলে এক হয়েছে। কারন, এরা চায় পরিবারবাদ এবং তোষনের রাজনীতি। ইডি, সিবিআই আসছে, তাই তাদের আটকাতে তারা একত্রিত।”বলা বাহুল্য, কেন্দ্রীয় সংস্থার তদন্তে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের শাসক দল জর্জরিত। নিয়োগ দুর্নীতি থেকে কয়লা, বালি একাধিক বিষয়ে কাঠগড়ায় তৃনমূলের নেতা মন্ত্রীরা।

অন্যদিকে কংগ্রেসের অনেকেও দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ। লালু প্রসাদ যাদব কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন। ফলে ইন্ডিয়া জোটে যারা রয়েছেন, তাদের অনেকেই যে দুর্নীতির কাঁটায় বিদ্ধ, তা বলার অপেক্ষা রাখে না। বিরোধীরা মাঝেমধ্যেই অভিযোগ করে, কেন্দ্রীয় সরকার এজেন্সিকে লাগিয়ে বিরোধীদের কন্ঠরোধ করছে। তবে একা সেই আওয়াজ তোলার থেকে সকলে মিলে সেই আওয়াজ তুলে নিজেদের গড় শক্ত করতে চাইছে এবং দুর্নীতিকে ডিভেন্ট করার চেষ্টা চলছে বলেই বোঝাতে চাইলেন শুভেন্দু অধিকারী।

বিজেপির দাবি, যতই বিরোধী জোট হোক না কেন, এসব করে কোনো লাভ হবে না। বিরোধী নেতা নেত্রীরা সকলেই দুর্নীতির মধ্যে ডুবে রয়েছেন। তাই এখন বাঁচার জন্য এক ছাতার তলায় এসে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন। তবে মোদীজির স্পষ্ট নীতি, “না খায়ুঙ্গা, না খানে দুঙ্গা”‌। তাই জোট গঠন করে বিজেপিকে ভয় দেখানোর চেষ্টায় ব্রতী হয়ে দুর্নীতি থেকে রক্ষা পাওয়ার জন্য ইন্ডিয়া জোটের গুপ্ত প্রয়াস ঢোপে টিকবে না। অন্তত তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!