এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি >  “আমি চিরকাল সংযত” ভাইরাল চিঠির সতর্কবার্তা নিয়ে বিস্ফোরক দিলীপ !

 “আমি চিরকাল সংযত” ভাইরাল চিঠির সতর্কবার্তা নিয়ে বিস্ফোরক দিলীপ !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিভিন্ন সময়ে তার মন্তব্য খবরের শিরোনামে উঠে এসেছে। রাজ্য সভাপতি থাকার সময় এবং তার পরবর্তী সময়কালেও তিনি এমন কিছু মন্তব্য করেছেন, যা কার্যত অস্বস্তিতে ফেলে দিয়েছে রাজ্য বিজেপিকে। সাম্প্রতিককালে বিজেপির বর্তমান রাজ্য নেতৃত্ব সম্পর্কে একটি সংবাদমাধ্যমে মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আর এই পরিস্থিতিতে সেই দিলীপ ঘোষকে সংবাদমাধ্যমে মুখ না খোলার ব্যাপারে সতর্ক করে তাকে সংযত হওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই সেই ব্যাপারে একটি চিঠি ভাইরাল হয়ে গিয়েছে। যদিও বা সেই চিঠি তিনি পাননি বলে জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। আর সেই চিঠিতে লেখা কথার জবাব দিতে গিয়ে তিনি চিরকাল সংযত বলে জানিয়ে দিলেন এই বিজেপি নেতা।

সূত্রের খবর, এদিন দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “আমি চিরদিন সংযত। প্রয়োজনের বাইরে কথা বলি না। আমার বিরোধী পার্টি তার ভুল-ভ্রান্তির বিরুদ্ধে আওয়াজ তুলি। লোকে আমাকে বিরোধী পক্ষের নেতা বানিয়েছে। আমি কোনোদিন কারওর রাস্তা আটকাইনি। আর নিজের রাস্তা নিজে তৈরি করেছি। দল বিরম্বনায় পড়ছে কিনা, তা দেখার জন্য দলের লোক আছে। তারা দেখবেন। আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি তা পালন করব।” বিশেষজ্ঞদের মতে, দিলীপ ঘোষ এই মন্তব্যের মধ্যে দিয়ে নিন্দুকদের কড়া জবাব দেওয়ার চেষ্টা করলেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!