এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতায় জাল আধার কার্ড সহ পুলিশের জালে দুই বাংলাদেশি

কলকাতায় জাল আধার কার্ড সহ পুলিশের জালে দুই বাংলাদেশি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নিউটাউন কাণ্ডের পর এবার শ্রীভূমি থেকে পুলিশ গ্রেফতার করল দুজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। যাদের কাছে জাল আধার কার্ড, ব্যাংকের পাস্ বই পাওয়া গেছে। দুজনকে প্রথমে আটক করে লেকটাউন থানাতে নিয়ে যায় পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, এই দুই ব্যক্তিকে কিছুদিন ধরেই এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। গতকাল রাতে পুলিশ তাদের আটক করে। তাদের নাম-পরিচয় জিজ্ঞাসা করে। এরপর সন্দেহ দেখা দিলে পুলিশ তাদের লেকটাউন থানায় নিয়ে যায়।

থানায় নিয়ে যাবার পরেই আসল সত্য বেরিয়ে আসে। জানা যায়, আরিফুল ইসলাম নিজের নাম বদল করে অর্জুন পাল রেখেছিল। জাল আধার কার্ড তৈরি করেছিল। আবার লেকটাউন এলাকার তিনটি ব্যাংকে অ্যাকাউন্টও খুলেছিল সে। বাংলাদেশের যশোরের বেনাপুর এলাকাতে তার বাড়ি। অপর এক সন্দেহভাজন মনি গাজী, তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। সেও নিজের নাম বদল করেছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কি কারণে তারা কলকাতায় এসেছে? কিভাবে এসেছে? তা এখনো জানা যায়নি। কে তাদের আশ্রয় দিয়েছে? তার সন্ধান করছে পুলিশ। কি করে ভারতে এসে জাল পরিচয় পত্র তারা বানিয়েছে? তার সন্ধান করছে পুলিশ। কাল যেখানে তাদের দেখা গিয়েছিল, তার আশে পাশেই দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ি। তাই মন্ত্রীর নিরাপত্তা নিয়েও আশঙ্কা দেখা দিচ্ছে। এই দুই সন্দেহভাজনের সঙ্গে কোন চক্রের যোগ আছে কিনা? তার সন্ধান করছে পুলিশ।

ইতিপূর্বে পাঞ্জাব থেকে আসা দুই অভিযুক্ত নিউটাউনে আশ্রয় নিয়েছিল। বেআইনি মাদক, বেআইনি অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত ছিল তারা। এরপর মালদহ থেকে সন্দেহভাজন চীনা নাগরিককে গ্রেফতার করে বিএসএফ। যাকে জেরা করে একাধিক তথ্য সামনে আসতে শুরু করেছে। আর, এবার এই এলাকা থেকে পুলিশ গ্রেফতার করল দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। যাকে ঘিরে উদ্বেগ বাড়তে শুরু করেছে পুলিশ ও গোয়েন্দাদের। আজই তাদের আদালতে তোলা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!