এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > মোদী-শাহকে চিঠি সায়ন্তনের, অস্বস্তিতে রাজ্য বিজেপি! কি বললেন সুকান্ত!

মোদী-শাহকে চিঠি সায়ন্তনের, অস্বস্তিতে রাজ্য বিজেপি! কি বললেন সুকান্ত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বেশ অনেকদিন ধরেই রাজ্য বিজেপিতে পুরনো নেতাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠতে শুরু করেছে। এক্ষেত্রে সায়ন্তন বসু, রাজু বন্দোপাধ্যায়রা অনেকটাই ক্ষিপ্ত রয়েছেন। তবে এবার দলের বর্তমান পরিস্থিতির কথা জানিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জেপি নাড্ডাকে চিঠি দিলেন সায়ন্তন বসু।

যেখানে রাজ্য বিজেপির বর্তমান পরিস্থিতি যে খুব একটা ভালো নয়, সেই কথা তুলে ধরেছেন তিনি। এমনকি এদের ফিরিয়ে নিয়ে আসা উচিত বলেও জানিয়ে দিয়েছেন এই বিজেপি নেতা। তবে এবার সায়ন্তন বসুর সেই চিঠির পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, এদিন এই বিষয়ে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “যিনি চিঠি দিয়েছেন এবং যাদের চিঠি দিয়েছেন, এটা তারাই বলতে পারবেন। এই বিষয়ে আমার কিছু বলার নেই। তবে আমরা অনেককে নতুন দায়িত্ব দিয়েছি। যারা কাজ করতে চান, তারা আসুন, তাদের দায়িত্ব দেওয়া হবে।”

অর্থ্যাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে দল যে সকলকে গুরুত্ব দিয়েই এগিয়ে চলছে, সেই কথাই বোঝানোর চেষ্টা করলেন সুকান্ত মজুমদার। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!