এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > হাড় কাঁপানো শীতের মাঝেই ভ্রুকুটি পশ্চিমী ঝঞ্ঝার ! বঙ্গে আবার কি বৃষ্টি ?

হাড় কাঁপানো শীতের মাঝেই ভ্রুকুটি পশ্চিমী ঝঞ্ঝার ! বঙ্গে আবার কি বৃষ্টি ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বছরের শুরুতেই হাড়কাঁপানো শীত পড়তে শুরু করেছে তবে এবার এর মধ্যে  একটি পশ্চিমী ঝঞ্জা শীতের বাধা হয়ে দাঁড়াতে পাড়ে বলে  মনে করছে হাওয়া অফিস ।  উত্তর পশ্চিম ভারতে অবস্থান করছে একটি পশ্চিমী ঝঞ্জা যার কারণেই একটি নিম্নচাপ এর অক্ষরেখা তৈরি হয়েছে । তাই আবারো বৃষ্টির সম্মুখিন হতে চলেছে  শহর কলকাতা দক্ষিণবঙ্গে । তবে বৃষ্টির  এখনই হচ্ছে না পূর্বাভাস অনুযায়ী জানা যচ্ছে আগামী 12 ই জানুয়ারি থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যে । যার ফলে ঐ সময় তাপমাত্রা বাড়তে পাড়ে । আজ বুধবার  কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কলকাতার সংলগ্ন এলাকাতেও  জাঁকিয়ে শীত পড়েছে । তবে  উত্তরবঙ্গে শীতের কাঁপুনি এখন চলবে ।

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!