কর্মসংস্থান বাড়াতে এবার বাংলায় বিনিয়োগ করতে পারে হিন্দুজা গোষ্ঠী: অমিত মিত্র বিশেষ খবর রাজ্য January 15, 2018 রাজ্যবাসীর জন্য আবার সুখবর নিয়ে এলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা শিল্পমন্ত্রী। তিনি জানিয়েছেন নতুন কর্মসংস্থান দিতে বাংলায় এবার বিনিয়োগ করতে পারেন বিশ্ববিখ্যাত হিন্দুজা গোষ্ঠী। রাজ্যে বিনিয়োগের জন্য মুখ্যমন্ত্রীর লন্ডন সফরকালে অমিতবাবুর সঙ্গে হিন্দুজা গোষ্ঠীর এক বৈঠক হয়। তার পরিপ্রেক্ষিতেই হিন্দুজা গোষ্ঠীর তরফ থেকে এক প্রতিনিধিদল সবদিক খতিয়ে দেখে জানিয়েছেন, আমরা প্রাথমিক পরীক্ষা করে দেখেছি পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কাজ করার যথেষ্ট অবকাশ আছে এবং মুখ্যমন্ত্রীও স্বাস্থ্য নগরী নির্মাণের কথা ভাবছেন। ফলে এবার হিন্দুজা গোষ্ঠীর হাত ধরে পশ্চিমবঙ্গে একটি মাল্টি স্পেশালিটি সেক্টর গড়ে উঠতে চলেছে। এই নিয়ে আমি মিত্রের সঙ্গে আগেই হিন্দুজা গোষ্ঠীর কথা হওয়ায়, এবার পুরো ব্যাপারটি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন বলে জানা গেছে। আপনার মতামত জানান -