এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির প্রতিবাদ ও সংকল্প মিছিল নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলো মমতা সরকার

বিজেপির প্রতিবাদ ও সংকল্প মিছিল নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলো মমতা সরকার

বিজেপির প্রতিবাদ ও সংকল্প মিছিল নিয়ে ফের সরব রাজ্য সরকার। ফের একবার হাইকোর্টের দ্বারস্থ হলো রাজ্য। তবে এবার অনুমতি না দেওয়া বা মিছিল বন্ধের দাবি নিয়ে নয়। এবার অন্য রাজ্যের বাইক এই রাজ্যে ঢুকেছে এই অভিযোগে। এদিন প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয় যে বিজেপি দাবি করেছিল তারা রাজ্যস্তরে বাইক মিছিল করবে কিন্তু যদি তাই হয় তবে কি করে অন্য রাজ্য মানে উত্তরপ্রদেশ (UP) রেজিস্ট্রেশনের অনেক বাইক এই মিছিলে ঢুকলো?পাশাপাশি আরো অভিযোগ করা হয় যে তেমন বেশ কয়েকটি বাইক ধরা পড়েছে।জানা গেছে রাজ্যের এই অভিযোগকে মঞ্জুর করেছে ডিভিশন বেঞ্চ ও সাথে প্রধান বিচারপতি এই নিয়ে লিখিত আকারে আবেদন জমা করতে বলেছেন। এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল কিশোর দত্ত অভিযোগ করেন যে “উত্তরপ্রদেশ থেকে প্রচুর সংখ্যায় মোটরবাইক ঢুকছে শহরে। গতকাল বেশ কিছু বাইক আটক করেছে পুলিশ। যেভাবে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বিভিন্ন সংবাদমাধ্যমে বক্তব্য রাখছেন তাতে যেকোনও সময়ে বড় ধরনের অশান্তি ঘটতে পারে।”অবিলম্বে এই অভিযান বন্ধ করা হোক এই আবেদনও করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!