মাধ্যমিক পাশদের জন্য সুখবর, একগুচ্ছ চাকরি রয়েছে আরবিআই বা ডাকবিভাগে চাকরি জব ওপেনিং November 20, 2017 স্নাতক বা স্নাতকোত্তর নয়, শুধু মাধ্যমিক পাশ হলেই এবার রিজার্ভ ব্যাঙ্ক বা ডাক বিভাগে চাকরি পেতে পারেন। দুটি ক্ষেত্রেই শুরু হয়েছে ফর্ম ফিলাপ একগুচ্ছ চাকরির জন্য। নীচে বিস্তারিত দেওয়া হল। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া : ফর্ম জমার তারিখ : ১৭ই নভেম্বর থেকে ৭ই ডিসেম্বর মোট আসন : ৫২৬টি যোগ্যতা : যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল্য বয়স: ১৮ থেকে ২৫ পে স্কেল : ১০,৯৪০-২৩,৭০০ টাকা www.rbi.org.in ওয়েবসাইটে আবেদন করতে হবে উত্তরপ্রদেশ গ্রামীণ ডাক বিভাগ : আবেদনের শেষ তারিখ : ২৯ শে নভেম্বর আসন : ৫৩১৪ টি যোগ্যতা : স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল্য বয়স : হতে হবে ১৮ থেকে ৪০ www.govtjobsmela.com ওয়েবসাইটে আবেদন করতে হবে আপনার মতামত জানান -