বড়সড় দুর্ঘটনার কবলে জলপাইগুড়ির বিধায়ক সুখবিলাস বর্মার গাড়ি বিশেষ খবর রাজ্য November 20, 2017 রবিবার সন্ধ্যায় মারাত্মক দুর্ঘটনার কবলে জলপাইগুড়ির বিধায়ক সুখবিলাস বর্মার গাড়ি, গুরুতর জখম হন বিধায়কের আপ্ত সহায়ক। কিন্তু সৌভাগ্যবশত বিধায়ক সেসময় গাড়িতে ছিলেন না। সূত্র মারফত জানান যাচ্ছে, বিধানসভার অধিবেশনে যোগ দিতে, রবিবার বিকালে নিজের গাড়িতেই জলপাইগুড়ি স্টেশনে আসেন তিনি, তাঁকে ট্রেনে তুলে দিয়ে একাই গাড়ি নিয়ে ফিরছিলেন বিধায়কের আপ্ত সহায়ক তপন চক্রবর্তী। সেসময়ই উল্টোদিক থেকে দ্রুত গতিতে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। গুরুতর আহত হন তপনবাবু, মারাত্মক ভাবে আহত হয় দুই বাইক আরোহীও। স্থানীয়রাই আহতদের উদ্ধার করে জলপাইগুড়ির এক নার্সিংহোমে নিয়ে যান, বর্তমানে তপনবাবুর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। আপনার মতামত জানান -