এখন পড়ছেন
হোম > জাতীয় > ২০১৯ এ ফিরে আসবে ২০১৪, দাবী প্রাক্তন অর্থমন্ত্রীর

২০১৯ এ ফিরে আসবে ২০১৪, দাবী প্রাক্তন অর্থমন্ত্রীর

২০১৪ তে যে ‘সুবিধা’ এনডিএ পেয়েছিল ২০১৯ এ সেই ‘সুবিধায়’ তাদের কাছে বুমেরাং হতে চলেছে বলে মনে করছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম, তাঁর দাবী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের গায়েও দুর্নীতির কলঙ্ক আষ্টেপৃষ্ঠে লেগে যাবে। প্রাক্তন অর্থমন্ত্রী মনে করেন দ্বিতীয় ইউপিএ সরকার বহু দুর্নীতি করেছে বলে জনমানসে একটা বার্তা প্রচারিত হয়েছিল ২০১৪ এর লোকসভার নির্বাচনের আগে। ২০১৯ সালের আগে এই ট্যাগ লাগবে মোদী সরকারের গায়ে, মুম্বাইয়ের টাটা লিটারেচার লাইভ ফেস্টিভ্যালে বক্তৃতায় চিদাম্বরম জানিয়েছেন মোদী সরকারের দুর্নীতি ট্যাগ লাগুক তা তিনি চান না, কিন্তু এটাই ভবিতব্য।
দ্বিতীয় ইউপিএ সরকারের সময় বহু দুর্নীতির অভিযোগ ওঠে, যা বকলমে ওঠায় তৎকালীন বিরোধী দল এনডিএ, যার ফলে নিজেদের পুরোনো ভাবমূর্তি ফিরে পায় নি সরকার তৎকালীন ইউপিএ সরকার আর যার ফায়দা পুরোমাত্রায় নির্বাচনে তোলে বিরোধীরা। চিদাম্বরমের কথায়, যতক্ষণ না নিজেকে কেউ নিরপরাধ প্রমাণ করতে পারেন ততক্ষণ প্রত্যেককে সম্ভাব্য দোষী ভাবা আমার মতে ভুল, তাতে দেশের আইন শাসনের পরিবেশ নষ্ট হয়। ভোট তহবিল জোগাড়ের জন্যই অধিকাংশ দুর্নীতি ঘটে, যতক্ষণ না ভোট তহবিল জোগাড়ের নতুন কোনো পদ্ধতি আসছে ততদিন রাজনৈতিক দুর্নীতি আটকানো যাবে না বলেও দাবী করেন প্রাক্তন অর্থমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!