এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ‘বস্তাপচা জঙ্গল পার্টি’! গেরুয়া শিবিরের নতুন নামকরণ করলেন তৃণমূল নেত্রী, উত্তাল রাজ্য!

‘বস্তাপচা জঙ্গল পার্টি’! গেরুয়া শিবিরের নতুন নামকরণ করলেন তৃণমূল নেত্রী, উত্তাল রাজ্য!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে একুশের বিধানসভা নির্বাচনের আবহ ধীরে ধীরে তৈরী হচ্ছে। রাজ্যের সমস্ত রাজনৈতিক দল এই মুহূর্তে নিজেদের ঘর গোছাতে ব্যস্ত এবং পাল্টা একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালাচ্ছে। অন্যদিকে রাজ্যজুড়ে একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দল তৃণমূল ও বিজেপি এই মুহূর্তে প্রধান দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে ময়দানে নেমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যথারীতি বিশেষজ্ঞদের এই মতামতকে মান্যতা দিয়ে এবার তৃণমূল নেত্রী গেরুয়া শিবিরকে বিদ্ধ করলেন তীব্র কটাক্ষে। অভিযোগ পাল্টা অভিযোগের পালা চলাকালীন এবার বাড়ছে ভোটের উত্তাপ।

আর সেই কথা মাথায় রেখেই বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে বরাবরই সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী। এদিন আবারও সেই ইস্যুতেই গেরুয়া শিবিরকে ভিলেন বানিয়ে তিনি অভিযোগ করলেন বিজেপির নির্বাচনের আগে রাজ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা অভিযোগের পাশাপাশি বহিরাগত ইস্যু নিয়েও তিনি প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন। প্রসঙ্গত বিজেপির পাঁচ কেন্দ্রীয় নেতা রাজ্যের দায়িত্ব নিয়েছেন সম্প্রতি। আর তারপর ঠেকেই তৃণমূলের পক্ষ থেকে বহিরাগত ইস্যু নিয়ে প্রবল আক্রমণ চালানো হচ্ছে।

মুখ্যমন্ত্রী রাজ্যের বাইরে থেকে এসে এ রাজ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবী করেছেন। এবং তা যদি হয় তাহলে কোনোভাবেই তা প্রশ্রয় দেওয়া হবে না বলে জানান তিনি। এ প্রসঙ্গে তিনি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বলেন, রাজ্যের বিরোধিতা করাই মূল উদ্দেশ্য কেন্দ্রের। পাশাপাশি মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়ন নিয়ে গর্বিত চিত্তে দাবি করেছেন, রাজ্যের উন্নয়নের কথা বলতে গেলে যে কোন মহাকাব্য কম পড়ে যাবে। অন্যদিকে বাঁকুড়া অঞ্চলে রেলের পক্ষ থেকে স্থানীয়দের উচ্ছেদের খবর পেয়ে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এবং তারপরেই তিনি আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে গেরুয়া পার্টিকে ‘বস্তাপচা জঙ্গল পার্টি’ এবং ‘গারবেজ অফ লাইস’ বলেও কটাক্ষ করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে করোনা ভাইরাসের প্রতিষেধক নিয়ে ইতিমধ্যেই মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্স করে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কেন্দ্রের সঙ্গে একযোগে রাজ্য যে কাজ করবে সে আশ্বাসও দেন তিনি। তবে এদিন সাংবাদিক বৈঠকে করোনার ভ্যাকসিনের বিলম্ব হওয়ার কারণে কেন্দ্রকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি অভিযোগ করেন, করোনার ভ্যাকসিন নিয়ে কার্যত রাজনীতি করা হচ্ছে। মঙ্গলবারের প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স এর আগেও সোমবার বাঁকুড়া শহর থেকে ভ্যাকসিন নিয়ে মুখ্যমন্ত্রী এই অভিযোগ করেছিলেন।

কার্যত দেখা যাচ্ছে, একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে রাজ্যে তৃণমূল বিজেপির রাজনৈতিক দ্বৈরথ ক্রমশ বাড়ছে। 2021 এর বিধানসভা নির্বাচন জিততে এই মুহূর্তে মরিয়া রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দল। আর সে ক্ষেত্রে একে অপরকে কোণঠাসা করতে চলছে কটাক্ষ, পাল্টা কটাক্ষ। তবে যেভাবে তৃণমূল নেত্রী বিজেপিকে ‘বস্তাপচা জঙ্গল পার্টি’ এবং ‘গারবেজ অফ লাইস’ বলে কোণঠাসা করলেন তাতে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র জল্পনা।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!