এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একুশে বাজিমাত করতে পিকের দাওয়াই ‘শুদ্ধিকরণ’! কোপ পড়ছে কোন প্রভাবশালীদের উপর? জল্পনা তৃণমূলে

একুশে বাজিমাত করতে পিকের দাওয়াই ‘শুদ্ধিকরণ’! কোপ পড়ছে কোন প্রভাবশালীদের উপর? জল্পনা তৃণমূলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – “বাঁশি শুনে কি ঘরে থাকা যায়!” তৃণমূলের অনেক নেতাকর্মীদের অন্তরে এখন এই গান বাজতে শুরু করেছে। কেননা প্রশান্ত কিশোরের উদ্যোগে এখন অনেকেরই পদ চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেদিক থেকে কোন বাঁশি তাদের কানে বাজবে, বিদায় নাকি আবাহন, তা নিয়ে চিন্তায় রয়েছেন সকলে। গত লোকসভা নির্বাচনের পর দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৃণমূলের রণনীতিকার করা হয় বিশিষ্ট নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোরকে।

ঘাসফুল শিবিরের দায়িত্ব নেওয়ার পর থেকেই নেতাকর্মীদের চাঙ্গা করা সহ “দিদিকে বলো” থেকে শুরু করে “বাংলার গর্ব মমতা” কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূলকে শক্তিশালী করার চেষ্টা করেন প্রশান্ত কিশোর। নিজের টিমকে দিয়ে বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতারা সমন্বয় সাধন করে কাজ করছেন কিনা, তার খোঁজখবর নিতে শুরু করেন তিনি।তৃণমূল সূত্রের খবর সেই রিপোর্ট হাতে এসে পৌঁছেছে প্রশান্ত কিশোরের, যা দেখে রীতিমতো ক্ষুব্ধ ভোট গুরু। একাধিক নেতার বিরুদ্ধেই উঠেছে নানা অভিযোগ , ফলে ভোট শুরু এবার দলে শুদ্ধিকরণ চাইছেন। তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছ থেকে এই নিয়ে নাকি গ্রিন সিগন্যালও পেয়ে গেছেন। যদিও সরকারিভাবে এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। তবে দলের অন্দরে প্রায় সকলের কাছেই কানাঘুসো খবর চলে গেছে।

সম্প্রতি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং দুর্নীতি এমন জায়গায় পৌঁছে যায় যে, দলের অন্দরে কান পাতলেই শোনা যায় যে, প্রশান্ত কিশোর দলকে সতর্ক করে দিচ্ছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এমন ভাবে চললে 2021 এ তৃণমূলকে ক্ষমতায় ফেরানো মুশকিল। আর প্রশান্ত কিশোরের এই বার্তা প্রকাশ্যে আসতেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের নেতাকর্মীরা।

অনেকেই দাবি করেন, প্রশান্ত কিশোর দলের ভাবমূর্তি ফেরাতে 500 কোটি টাকা নিয়েছেন। তাহলে এতদিন সময় নষ্ট করে কি লাভ হল! কেন তিনি এখন দায়িত্ব ছেড়ে দিচ্ছেন! দলের বিভিন্ন নেতা কর্মীরা বিশিষ্ট নির্বাচনী রননীতিকারকে একথা শোনানোর পর তিনি যে তলায় তলায় অনেকটাই চাপে, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। তবে এই সমস্ত কিছু জল্পনার পর্যায়ে রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেভাবে রেশন দুর্নীতি থেকে শুরু করে ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে টাকা না পাঠিয়ে তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার ঘটনা ঘটছে, তাতে রীতিমত অস্বস্তিতে শাসক দল। দলের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে, ত্রাণ নিয়ে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না। কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় নেতাদের দুর্নীতি প্রকাশ্যে আসছে। আর এমত পরিস্থিতিতে এবার তৃণমূল কংগ্রেসকে শুদ্ধিকরণ করতে চাইছেন প্রশান্ত কিশোর।

2021 এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ভাবমূর্তি মানুষের কাছে ভালো করতে স্বচ্ছ মুখদের ময়দানে নামাতে চলেছেন তিনি। জানা গেছে, ইতিমধ্যেই তৃণমূল নেতৃত্বের কাছে এই ব্যাপারে নিজের বক্তব্য তুলে ধরেছেন প্রশান্ত কিশোর। জেলায় tmc,prasant-kisorজেলায় সাংগঠনিক পরিবর্তন করে ভালো মুখ ময়দানে নামিয়ে 2021 এর জন্য লড়াই শুরু করে দিতে হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে যেভাবে দুর্নীতি তৃণমূলকে বিদ্ধ করছে, তাতে এভাবে যদি চলতে শুরু করে এবং বর্তমান নেতৃত্বের ভূমিকায় যারা রয়েছেন, তারাই যদি থেকে যান, তাহলে মানুষের বিরক্তি আরও বাড়বে।

তাই এই পরিস্থিতিতে ভালো এবং স্বচ্ছ মুখ যারা জনপ্রিয়, তাদের ময়দানে নামিয়ে 2021 এ তৃতীয়বারের জন্য তৃণমূলকে ক্ষমতায় ফেরানোর অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হতে চাইছেন প্রশান্ত কিশোর। আর দলের বিশিষ্ট রাজনৈতিক রণনীতিকারের এই পন্থাতে এখন কিছুটা হলেও ভীত তৃণমূলের অনেক নেতাকর্মীরা। কার পদ থাকবে, আর কার পদ যাবে, তা নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছেন সকলে।

ইতিমধ্যেই প্রত্যেকে নিজের নিজের মতো করে মানুষের কাছে পৌঁছে ভালো কাজের মধ্যে দিয়ে মন জয় করার চেষ্টা করছেন। প্রশান্ত কিশোরের টিমের কাছে যাতে তাদের ভাবমূর্তি কোনরূপ নষ্ট না হয়, তার জন্য তৃণমূলের নেতাকর্মীরা এখন সচেষ্ট। যদিও বা 2021 এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে প্রশান্ত তৃণমূলকে এই বার্তা দিলেও, তাতে লাভের লাভ কিছুই হবে না বলে দাবি করছে বিরোধীরা।

তাদের বক্তব্য, আসলে এখন এসব কিছু করে লাভ নেই। এই গোটা ব্যবস্থাটাই হল ঠগ বাচাতে গা উজাড়ের মত। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা চলে গেছে। আগামী 2021 এ পরিবর্তন হবেই। তবে বিরোধীদের এই বক্তব্য সত্য হবে নাকি , প্রশান্ত কিশোরের মত নির্বাচনী রণনীতিকার এখন তৃণমূলের ভাবমূর্তি ফিরিয়ে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করাতে কতটা সফল হন, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!