এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বছরশেষে সুখবর গাঙ্গুলী পরিবারে, কেমন আছেন সৌরভ এখন? কি বলছেন চিকিৎসকরা

বছরশেষে সুখবর গাঙ্গুলী পরিবারে, কেমন আছেন সৌরভ এখন? কি বলছেন চিকিৎসকরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গাঙ্গুলীর করোনা হওয়ার খবরে দুশ্চিন্তা পড়েছলেন তাঁর পরিবার পরিজনরা। একইসাথে আপামর বাঙালি সৌরভ গাঙ্গুলীর করোনা আক্রান্ত হওয়ার খবরে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন। তবে বছরের শেষ দিনে সুখবর দিলেন সৌরভ গাঙ্গুলীর চিকিৎসকরা। জানা গিয়েছে, সৌরভ গাঙ্গুলী হাসপাতাল থেকে এবার বাড়ি ফিরছেন। তার কারণ তাঁর শরীরে ওমিক্রনের কোন ছোঁয়া পাওয়া যায়নি।

তবে করোনা আক্রান্ত হলেও তাঁর শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। আপাতত সংকট কেটে গিয়েছে, তাই বাড়িতে আইসোলেশন পদ্ধতিতে তাঁর চিকিৎসা চলতে পারে বলেই মনে করা হচ্ছে। আর সেই সূত্রেই আপাতত হাসপাতাল থেকে ছুটি পেয়ে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলী। প্রসঙ্গত, কিছুদিন আগে সৌরভ গাঙ্গুলীর জ্বর আসে, তারপরেই তড়িঘড়ি সৌরভ গাঙ্গুলীর করোনা পরীক্ষা হয়। এবং তাতেই দেখা যায়, তিনি করোনা পজিটিভ। কোন ঝুঁকি না নিয়ে তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বোর্ড তৈরি করে চিকিৎসকরা তাঁর চিকিৎসা চালাচ্ছিলেন। অবশ্য চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন, তাঁর অবস্থা স্থিতিশীল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, বৃহস্পতিবার সৌরভ গাঙ্গুলী স্বাভাবিক খাবার খেয়েছেন হাসপাতালে। রাতে তাঁর ভালোই ঘুম হয়েছে বলে জানান চিকিৎসকরা। সবদিক থেকে তাঁর শারীরিক উন্নতি হয়েছে এ কথা বলাই যায়। তবে চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত বাড়িতে গেলেও পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত সৌরভ গাঙ্গুলীকে সম্পূর্ণরূপে কোভিড বিধিনিষেধ মেনে আইসোলেটেড হয়ে থাকতে হবে। প্রসঙ্গত, সৌরভ গাঙ্গুলী ওমিক্রন ভাইরাসে আক্রান্ত নন, একথা জানার পর চিকিৎসকরা স্থিতিশীল অবস্থায় সৌরভ গাঙ্গুলীকে ছেড়ে দেবার সিদ্ধান্ত গ্রহণ করেন। যদিও সৌরভ গাঙ্গুলী বাড়িতে যাবার পর তাঁর শারীরিক পরিস্থিতি কেমন থাকে, সেদিকে কড়া নজর রাখবেন চিকিৎসকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!