এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলকে নিজেদের শক্তি ‘দেখাতে’ স্বাস্থ্যবিধি উড়িয়েই জমিয়ে জমায়েত বিজয়া সম্মিলনী বিজেপির!

তৃণমূলকে নিজেদের শক্তি ‘দেখাতে’ স্বাস্থ্যবিধি উড়িয়েই জমিয়ে জমায়েত বিজয়া সম্মিলনী বিজেপির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –শারদোৎসবের পরে করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই বৃদ্ধি পেতে শুরু করেছে। কিন্তু এই পরিস্থিতিতেও রাজনৈতিক দলগুলো একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ে ময়দানে নামছে। যা নিঃসন্দেহে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সকলের কাছে। এবার করোনা সংক্রমণ যখন বাড়তে শুরু করেছে, ঠিক তখনই তৃণমূলকে চাপে রেখে মঞ্চ বেঁধে বিজয়া সম্মিলনী উৎসবে মাততে দেখা গেল ভারতীয় জনতা পার্টিকে‌‌।

সূত্রের খবর, বিজেপি যুব মোর্চার উদ্যোগে রবিবার জলপাইগুড়ি শহরের কদমতলার মাদ্রাসা মাঠে এই বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়। যেখানে বিন্দুমাত্র সামাজিক দূরত্ব বিধি মানা হয়নি বলে অভিযোগ উঠতে শুরু করেছে। স্বাভাবিক ভাবেই করোনা ভাইরাসের মধ্যে বিজেপি কেন এইভাবে জমায়েত করে এই কর্মসূচি পালন করল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, এদিনের এই অনুষ্ঠানে বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী, বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক গোবিন্দ রায় সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। একাংশ বলছেন, যেখানে বিজেপি করোনা ভাইরাস নিয়ে বারবার সচেতনতার কথা বলছে, সেখানে তারা কেন নিয়ম ভঙ্গ করল! তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এতদিন বিজেপির পক্ষ থেকে তৃণমূলের নানা রাজনৈতিক কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলা হত। কিন্তু শারদ উৎসবের পরে যখন করোনা ভাইরাস বাড়তে শুরু করেছে, তখন বিজেপি কেন জমায়েত করে এই ধরনের কর্মসূচি করল! তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলতে শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। যাকে কেন্দ্র করে রীতিমত উত্তাল জলপাইগুড়ি জেলা রাজনীতি।

কেন করোনা ভাইরাসের মধ্যে তারা জমায়েত করে অনুষ্ঠান করলেন? এদিন এই প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে জলপাইগুড়ি জেলা যুব তৃনমূলের সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেন, “পুলিশ, পৌরসভা কারও অনুমতি নেওয়া হয়নি। রাজনীতির জন্য মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করছে বিজেপি। মানুষ সঠিক সময়ে এর জবাব দেবে।” অন্যদিকে এই ব্যাপারে তৃণমূলের তোলা অভিযোগকে কার্যত নস্যাৎ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি।

এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ বলেন, “তৃনমুল লকডাউনের মধ্যে মিছিল করে। আমরা স্বাস্থ্যবিধি মেনে বিজয়া সম্মিলনী করছি। তৃণমূল করতে পারলে, আমরা করলেই দোষ।” অর্থাৎ করোনার সংক্রমণ বাড়তে শুরু করলেও, যেভাবে বিজেপি তাদের বিজয়া সম্মিলনী করল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এবার শাসক-বিরোধী তরজা চরমে উঠল জলপাইগুড়ি জেলায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!