এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > উপনির্বাচনের হার ভুলে কাজ শুরু কৈলাশ-মুকুল-শঙ্কু ত্রয়ীর! তৃণমূলে ধরালেন বড়সড় ভাঙন

উপনির্বাচনের হার ভুলে কাজ শুরু কৈলাশ-মুকুল-শঙ্কু ত্রয়ীর! তৃণমূলে ধরালেন বড়সড় ভাঙন


লোকসভা নির্বাচনে গোটা বাংলাকে চমকে দিয়ে বাংলা থেকে ১৮ টি লোকসভা আসন ছিনিয়ে নেয় বিজেপি। যারফলে রীতিমত চাপে পরে যায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কেননা সেই ফলাফলের ‘আফটার এফেক্টে’ ঝড়ের গতিতে ভাঙন শুরু হয়ে যায় ঘাসফুল শিবিরে। কৈলাশ-মুকুল যুগলবন্দিতে শাসকদলের পঞ্চায়েত প্রতিনিধি থেকে বিধায়ক – সর্বস্তরে রীতিমত লাইন পরে যায় গেরুয়া শিবিরে নাম লেখানোর।

কিন্তু, এই নিয়ে গেরুয়া শিবিরে শুরু হয় তীব্র বিতর্ক। বিশেষ করে লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম দলে যোগ দেওয়ার পর তা সবথেকে তীব্র আকার ধারণ করে। মুকুল রায়দের বিরুদ্ধে অভিযোগ ওঠে – দল বাড়ানোর নামে নাকি তাঁরা বিজেপিতে বেনোজল ঢোকাচ্ছেন। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অনুমতি না নিয়ে দলে আর কোনও যোগদান করানো যাবে না। আর এরপরেই কার্যত যোগদান বাঁধ হয়ে যায় গেরুয়া শিবিরে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যোগদান তো দূরের কথা, উল্টে যাঁরা যোগ দিয়েছিলেন বিজেপিতে তাঁরাও তৃণমূলে ‘ঘর ওয়াপসি’ শুরু করে দেন। ফলে একের পর এক পঞ্চায়েত থেকে পুরসভার রঙ গেরুয়া থেকে আবার সবুজ হয়ে ওঠে। আর এর সবথেকে মারাত্মক ফল দেখা দেয় উপনির্বাচনে। মাত্র ৬ মাস আগেই লোকসভা নির্বাচনে ৫০ হাজারের আশেপাশে এগিয়ে থাকা বিধানসভাতেও সদ্য সমাপ্ত উপনির্বাচনে মুখ থুবড়ে পরে গেরুয়া শিবির। ফলে গোটা রাজ্যজুড়েই গেরুয়া কর্মী-সমর্থকরা তীব্র হতাশ শুরু করেন।

কিন্তু, খেলা বোধহয় এখনও অনেক বাকি! সেই হারের রেশ থেকে দলকে টেনে বার করার প্রক্রিয়া এবার শুরু করে দিলেন কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায় ও শঙ্কুদেব পাণ্ডা ত্রয়ী। আজই এই তিনজনের হাত ধরে ঘাসফুল শিবিরে বড়সড় ভাঙন ধারালো গেরুয়া শিবির। সূত্রের খবর, আজ তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতার যুব সভাপতি সহ দেড়শ জন যুব নেতা-কর্মী গেরুয়া শিবিরে যোগদান করলেন বেলেঘাটাতে। ফলে, উপনির্বাচনের ভয়াবহ ভরাডুবির পরে দলকে চাঙ্গা করার কাজে লেগে পড়লেন কৈলাশ-মুকুল-শঙ্কু ত্রয়ী বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!