এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > মমতাকে আক্রমণই কাল হল? অধীরের ডানা ছাটা নিয়ে বাড়ছে জল্পনা!

মমতাকে আক্রমণই কাল হল? অধীরের ডানা ছাটা নিয়ে বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  মমতা বন্দ্যোপাধ্যায়ের কট্টর বিরোধী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত বঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে প্রধান লড়াই হয়েছে তৃণমূল কংগ্রেসের। সেদিক থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বাম এবং কংগ্রেস। বহু চেষ্টা করে এবারের বিধানসভা নির্বাচনে দাগ কাটার চেষ্টা করলেও লাভের লাভ কিছুই হয়নি। বরঞ্চ বেশি পরিমাণে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করার কারণেই এই প্রথম রাজ্য বিধানসভায় একটিও প্রতিনিধি পাঠাতে পারেনি বাম এবং কংগ্রেস।

এদিকে ভয়াবহ বিপর্যয়ের পর অধীর চৌধুরীকে কখনও প্রদেশ কংগ্রেস সভাপতি পদে, আবার কখনও বা সংসদের গুরুত্বপূর্ণ লোকসভার দলনেতা থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে জল্পনা তৈরি হয়েছিল। কেননা একসাথে দুটি দায়িত্ব সামলাতে গেলে সেভাবে কোনো দায়িত্বেই নজর দিতে পারছেন না অধীরবাবু। আর সেই কারণেই আগামী দিনে লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জাতীয় স্তরে জাতীয় কংগ্রেসের যাতে কোনো রকম বিবাদ না বাধে, তার জন্য অধীর রঞ্জন চৌধুরীকে বড় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

বিশেষ সূত্র মারফত খবর, অধীর রঞ্জন চৌধুরীকে লোকসভার দলনেতা থেকে সরিয়ে দেওয়া হতে পারে। সেই জায়গায় অভিজ্ঞ কোনো নেতাকে দায়িত্ব দেওয়া হতে পারে। ইতিমধ্যেই এই ব্যাপারে গুঞ্জন শুরু হয়েছে কংগ্রেসের অন্দরমহলে। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। একাংশ বলছেন, বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় নজর দিয়েছেন জাতীয় স্তরে। এক্ষেত্রে বিজেপিকে সরাতে 2024 এর লড়াই যে তিনি এখন থেকেই শুরু করে দিতে চাইছেন, তা তৃনমূলের নানা কর্মপদ্ধতির মধ্য দিয়েই পরিষ্কার।

সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় স্তরে বিজেপিকে সরানোর জন্য নানা রাজনৈতিক দলগুলোকে নিয়ে জোট গঠন করলেও, অধীর রঞ্জন চৌধুরীর মতো নেতা যদি সব সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেন, তাহলে সর্বভারতীয় দল হিসেবে কংগ্রেসের সঙ্গে খুব একটা বনিবনা হবে না তৃণমূল কংগ্রেসের। তাই সংসদের দলনেতা পদ থেকে অধীরবাবুকে সরিয়ে তৃণমূলের প্রতি নরম করতে চায় কংগ্রেস। আর সেই কারণেই অধীরবাবুকে বড় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে গুঞ্জন তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলতে শুরু করেছেন, যদি এই সম্ভাবনা সত্যি হয়, তাহলে যথেষ্ট চাপে পড়ে যাবেন অধীর চৌধুরী। সেক্ষেত্রে শুধুমাত্র প্রদেশ কংগ্রেস সভাপতি পদে যদি তিনি থাকেন, তাহলে তাকে বাংলার সংগঠন পরিচালনা করতে গিয়েও, সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কট্টর বিরোধী মনোভাব থেকে কিছুটা হলেও সরে আসতে হবে। কেননা জাতীয় স্তরের কথা মাথায় রেখে লোকসভা নির্বাচনের জন্য প্রতিটি বিজেপি বিরোধী দল এখন কাছাকাছি আসার চেষ্টা করছে। সেদিক থেকে কংগ্রেস যদি সেই বিজেপি বিরোধী মহাজোটে অংশগ্রহণ করতে না পারে, তাহলে বিজেপিকে আটকাতে গিয়ে কংগ্রেসের অবদান নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠবে।

তাই এই পরিস্থিতিতে আদ্যপ্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী হিসেবে পরিচিত অধীর রঞ্জন চৌধুরীকে কিছুটা হলেও স্তিমিত করতে লোকসভার দলনেতা পদে তার জায়গায় অন্য কাউকে নিয়ে আসা হতে পারে বলে কংগ্রেসের অন্দরমহলে গুঞ্জন শুরু হয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু নাম সামনে আসতে শুরু করেছে। তবে শেষ পর্যন্ত এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাইকমান্ড। তাই বাংলায় ব্যাপক ভরাডুবির পর অধীর রঞ্জন চৌধুরীকে লোকসভার দলনেতা পদ থেকে ছাঁটাই করার ব্যাপারে যে গুঞ্জন শুরু হয়েছে, তা কতটা বাস্তব হয়, কি সিদ্ধান্ত নেয় হাত শিবির, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!