এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলবদলের হাত ধরে পঞ্চায়েত দখল তৃণমূলের, তীব্র অস্বস্তিতে গেরুয়া শিবির

দলবদলের হাত ধরে পঞ্চায়েত দখল তৃণমূলের, তীব্র অস্বস্তিতে গেরুয়া শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পর থেকেই বিভিন্ন জেলায় শুরু হয়ে গেছে গেরুয়া শিবিরের ভাঙন পর্ব। ইতিমধ্যে একের পর এক ভাঙন হয়ে চলেছে বিজেপির নীচুতলার কর্মীদের মধ্যে বলেই শোনা যাচ্ছে। অন্যদিকে মুকুল রায়ও গেরুয়া শিবির ছেড়ে চলে এসেছেন তৃণমূলে। এই পরিস্থিতিতে এবার বিজেপির উপপ্রধান যোগ দিলেন তৃণমূলে। আর তার ফলস্বরূপ পঞ্চায়েত চলে গেল তৃণমূলের হাতে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে ব্যাপক অস্বস্তিতে গেরুয়া শিবির। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকে। জানা গিয়েছে, এতদিন পর্যন্ত  উক্ত ব্লকের ছত্রী গ্রাম পঞ্চায়েতটি দখলে রেখেছিল বিজেপি।

কিন্তু এদিন ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েতের দখল নিয়েছে তৃণমূল। যদিও গেরুয়া শিবিরের অভিযোগ অন্য। জানা যাচ্ছে, গত পঞ্চায়েত নির্বাচনে আটটি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ছটি। বাকি দুটি ছিল তৃণমূলের হাতে। পরে বিজেপির তিনজন  পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন। ফলস্বরূপ তৃণমূলের পঞ্চায়েত সদস্য দাঁড়ায় পাঁচ। এরপর বিজেপির প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। শুক্রবার ভোটাভুটির আগেই ঐ পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান যোগ দেন তৃণমূলে। ফলস্বরূপ তৃণমূলের সদস্য সংখ্যা হয়ে যায় ছয় আর বিজেপি পৌঁছে যায় দুইতে। খুব সহজেই ছত্রী গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতে চলে আসে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে শুক্রবার চুনাপাড়া প্রাথমিক বিদ্যালয় গোপীবল্লভপুরের বিধায়ক খগেন্দ্র নাথ মাহাতো, সাঁকরাইল ব্লক তৃণমূল সভাপতি কমলাকান্ত রাউত, সাঁকরাইল ব্লক যুব তৃণমূলের সভাপতি পিন্টু মাহাতো সহ একাধিক নেতৃত্বের উপস্থিতিতে ছত্রী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাসমণি সোরেন বেশ কয়েকজন বিজেপি কর্মীসহ তৃণমূলে যোগদান করেন। অন্যদিকে দলবদল করার পরেই উপপ্রধান রাসমণি সোরেন জানিয়েছেন, প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বিজেপিতে কাজ করা যাচ্ছেনা। গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতে আসার পরেই জানানো হয়েছে, পঞ্চায়েত আইন অনুযায়ী এবার বোর্ড গঠন হবে।

অন্যদিকে গেরুয়া শিবিরের অভিযোগ, জোর করে ভয় দেখিয়ে দলবদল করানো হয়েছে। যদিও যিনি দলবদল করেছেন সেই উপপ্রধান স্বয়ং কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন। বিশেষজ্ঞদের মতে, যেভাবে প্রতিনিয়ত বিভিন্ন জেলায় গেরুয়া শিবিরে ভাঙন ঘটছে, তাতে আগামী দিনে সংগঠন কতটা ধরে রাখতে পারবে গেরুয়া শিবির তা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকছে। এই পরিস্থিতিতে গেরুয়া শিবিরের আগামী পদক্ষেপের দিকে নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!