এখন পড়ছেন
হোম > জাতীয় > রদবদলের হাত ধরে এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেতে পারেন, নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা এই পোড়খাওয়া রাজনীতিবিদ

রদবদলের হাত ধরে এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেতে পারেন, নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা এই পোড়খাওয়া রাজনীতিবিদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমণের কারণে দীর্ঘ সময় ধরে রদবদল ঘটানো সম্ভব হয়নি কেন্দ্রীয় মন্ত্রিসভায়। এদিকে গত বছর মৃত্যু ঘটেছে লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা প্রাক্তন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ানের। আবার অকালি দল, শিবসেনা এনডিএ ত্যাগ করেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বেশ কিছু পদ শূন্য হয়ে পড়েছে।

অনেক সময়ে একাধিক পদের দায়িত্বে রয়েছেন বেশকিছু মন্ত্রী। ফলে তাঁদের ওপরে চাপ বাড়ছে। তাই করোনা সংক্রমণ স্তিমিত হয়ে আসায়, এবার মন্ত্রিসভায় রদবদল করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক পর্যন্ত হয়েছে। তবে, এখনো নিশ্চিত ভাবে কোন কিছু জানানো হয়নি।

মন্ত্রিসভায় রদবদলের হাত ধরে এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে বেশকিছু বাঙালির। পশ্চিমবঙ্গের বেশকিছু বিজেপি সাংসদ এবার স্থান পেতে পারেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়। আর এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীর। তাঁকে কোন কেন্দ্রীয় মন্ত্রী করার যথেষ্ট রকম সম্ভাবনা রয়েছে বলে, সূত্রের খবর। তৃণমূলে থাকাকালীন ইতিপূর্বে রেল মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন এই পোড়খাওয়া রাজনীতিবিদ। এবার তাঁর বড়োসড়ো প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার বিধানসভা নির্বাচনে কাঙ্খিত ফলাফল না আসার পর রাজ্য বিজেপিতে বারবার গোষ্ঠী কোন্দল দেখা দেওয়ায়, বঙ্গ বিজেপির বেশকিছু সাংসদকে এবার আনা হতে পারে মন্ত্রিসভায়। যাদের মধ্যে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবছরেই রাজ্য সভাপতি রূপে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হতে চলেছে। তাই তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে পূর্ণমন্ত্রী করার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।

আবার, কেন্দ্রীয় মন্ত্রিসভাতে স্থান পেতে পারেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, নিশীথ প্রামানিক, অর্জুন সিং, শান্তনু ঠাকুর, সৌমিত্র খাঁ প্রমুখেরা। পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, উড়িষ্যা, রাজস্থান, বিহার, কর্ণাটক, হরিয়ানা থেকেও বেশ কিছু বিজেপি সাংসদকে আনা হতে পারে মন্ত্রিসভায়। আবার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সুশীল মোদি, সর্বানন্দ সোনোয়াল, নারায়ন রানে, ভূপেন্দ্র যাদব প্রমুখের এবার কেন্দ্রীয় মন্ত্রী হবার সম্ভাবনা রয়েছে। তবে এখনো এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তাই এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!