এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উপ নির্বাচন ইস্যুতে বিজেপিকে প্রবল হুঁশিয়ারি তৃণমূলের, কঠোর বিদ্রুপে বিদ্ধ গেরুয়া শিবির

উপ নির্বাচন ইস্যুতে বিজেপিকে প্রবল হুঁশিয়ারি তৃণমূলের, কঠোর বিদ্রুপে বিদ্ধ গেরুয়া শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের কারণে রাজ্যের বেশ কিছু কেন্দ্রে নির্বাচনী প্রার্থীর মৃত্যু ঘটেছে, এই কেন্দ্রগুলিতে দ্রুত উপ নির্বাচনের দাবি জানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। করোনার তৃতীয় ঢেউ চলে আসার আগেই উপ নির্বাচন করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, তাঁরা চাইছেন উপনির্বাচন হয়ে যাক। সাতদিন এর প্রচারের জন্য সময় দেয়া হোক।

তবে করোনা সংক্রমণ কালে উপ নির্বাচনের আয়োজন কতটা যুক্তিযুক্ত? তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে বিশেষভাবে আপত্তি জানিয়েছে বিজেপি। বিজেপি নেতা সায়ন্তন বসু জানিয়েছেন, মানুষের বিপদ বাড়িয়ে দিয়ে আরেকটা ভোটের এখন কোন দরকার নেই। শুধুমাত্র একজনকে মুখ্যমন্ত্রী রাখতে হবে বলে, করোনার তৃতীয় ঢেউয়ের মাঝে নির্বাচন করাতে হবে, এর কোন মানে হয়না।

বিজেপি নেতা সায়ন্তন বসুর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপিকে তীব্র কটাক্ষ ও হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি অভিযোগ করেছেন, বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেড সমাবেশ করে করোনার বিধি ভঙ্গ করেছে বিজেপি। তিনি প্রশ্ন করেছেন, উপনির্বাচনকে কেন বিজেপি ভয় পাচ্ছে? বিজেপি কেন ভোট করাতে চাইছে না? তার কারণ বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে না। এ কারনেই বিজেপি ভোট করাতে চায় না। তিনি অভিযোগ করেছেন, বিজেপি ভোটের আগে বিগ্রেড, সমাবেশ করে করোনা বিধি ভঙ্গ করেছিল, এখন কদর্য রাজনীতি করছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় এ প্রসঙ্গে আরও জানিয়েছেন যে, বিজেপি ব্রিগেড করেছিল, বিজেপি ব্রিগেড নিয়ে ব্যস্ত ছিল, তারাই করোনা ছড়িয়েছে। তৃণমূল ব্রিগেড করেনি। প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দ্বিতীয় দফার করোনা সংক্রমণকে প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করে ফেলেছে। বিজ্ঞানীরা আশঙ্কা করেছেন, আগস্ট মাসের আগে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। এখন, এই ধরনের হুমকি দিচ্ছেন যারা, তাঁরা জনবিরোধী ভূমিকা গ্রহণ করছেন।

তিনি আরও অভিযোগ করেছেন যে, বিজেপি মানুষের স্বার্থকে উপেক্ষা করে নোংরা রাজনৈতিক চিন্তা ধারাকে সামনে তুলে ধরেছে। এভাবেই উপ নির্বাচন ইস্যুতে বিজেপিকে প্রবল কটাক্ষ ও হুঁশিয়ারি তৃণমূল সাংসদের। তবে, রাজ্যের দাবি মেনে নির্বাচন কমিশন উপ নির্বাচনের অনুমতি দেয় কিনা? সেটাই দেখার। কারণ, করোনা সংক্রমনের কারণে রাজ্যের অধিকাংশ পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও, এখনো পর্যন্ত পুর নির্বাচন সংঘটিত করা সম্ভব হয়নি, পুর প্রশাসক বসিয়ে কাজ চালাবার চেষ্টা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!